মেসির সময়ে থাকতে পেরে আমরা ভাগ্যবান : গার্দিওলা

মাথাভাঙ্গা মনিটর: বার্সেলোনার কাছে সেমিফাইনালে দু লেগ মিলিয়ে ৫-৩ ব্যবধানে পিছিয়ে থেকে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল থেকে ছিটকে পড়েছে বায়ার্ন মিউনিখ। জার্মান বুন্দেসলিগা চ্যাম্পিয়ন দলটির কোচ পেপ গার্দিওলা গতকাল সেমিফাইনালের ম্যাচ শেষে বলেছেন, লিওনেল মেসি তার দেখা সর্বকালের সেরা খেলোয়াড়। বায়ার্ন বস বলেন, সে সর্বকালের সেরা ফুটবলার। আমি তাকে পেলের সাথে তুলনা করি, তার সময়ে থাকতে পেরে আমরা সৌভাগ্যবান। এবারের মরসুমে বার্সেলোনার হয়ে দারুন সময় কাটানো মেসির দু গোলেই মূলত প্রথম লেগে ৩-০ গোলে পরাজিত হয়ে বায়ার্নের চ্যাম্পিয়নস লিগের ফাইনালে খেলার আশা শেষ হয়ে গিয়েছিলো। ইউরোপের সর্বোচ্চ এ আসরে এবার মেসি একাই করেছেন ১০ গোল। অষ্টমবারের মতো ইউরোপিয়ান কাপের ফাইনালে বার্সেলোনাকে নিয়ে যাবার পেছনে আর্জেন্টাইন এই তারকাই মূল কারিগর হিসেবে কাজ করেছেন।

বার্সেলোনার সাবেক খেলোয়াড় গার্দিওলা বলেছেন, বার্সেলোনা যখন বল পায় তখন তারা অতিকায় শক্তিশালী দলে পরিণত হয়। আশা করছি বার্লিনে তারা পঞ্চমবারের মতো ইউরোপিয়ান কাপের শিরোপা জিতবে। আমরা সবকিছুই চেষ্টা করেছি। কিন্তু দলে বেশ কয়েকটি ইনজুরি সমস্যা ছিলো। গত দু মাস যাবত এতো সমস্যা নিয়ে একটি ক্লাব যখন এতোদূর পর্যন্ত যায় তখন তারা প্রশংসা পেতেই পারে।