মেসির ভাইয়ের অন্য রকম শাস্তি

মাথাভাঙ্গা মনিটর: মেসি পরিবার যেন ভালোবেসে ফেলেছে আদালতের ঝামেলা! লিওনেল মেসি ও তার বাবা হোর্হের বিরুদ্ধে কর ফাঁকি দেয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে আগেই। মেসির বড় ভাই মাতিয়াসকেও এবার সাজা দিলেন আদালত। মাতিয়াস অবশ্য অপরাধটা গত বছরেই করেছিলেন। অবৈধ অস্ত্র রাখার অভিযোগে নিজের গাড়ি থেকে পুলিশ গ্রেফতার করেছিলো তাকে। ৩৪ বছর বয়সী মাতিয়াস অবশ্য পাঁচ বছর আগেও একবার পুলিশি ঝামেলায় পড়েছিলেন, সেবারও অবৈধ অস্ত্র রাখার অভিযোগ ছিলো তার বিরুদ্ধে। ২০০৮ সালের অক্টোবরে ওঠা সেই অভিযোগের কোনো প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু এবার দোষী প্রমাণিত হওয়ায় শাস্তি পেয়েছেন মাতিয়াস। খুব বড় কোনো শাস্তি অবশ্য পেতে হয়নি, বরং মজার এক শাস্তিই জুটেছে তার। আগামী এক বছর প্রতি সপ্তাহে রোজারিওর একটা স্কুলে শিশুদের ফুটবল শেখাতে হবে। ৪০০ পাউন্ড জরিমানাও করা হয়েছে মাতিয়াসকে, আর যেকোনো ধরনের মাদক ও মদের ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।