মেসির বিরুদ্ধে চার ম্যাচের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফিফা

 

মাথাভাঙ্গা মনিটর: আর্জেন্টিনার বার্সেলোনা সুপার স্টার লিওনেল মেসির ওপর আরোপিত আন্তর্জাতিক চার ম্যাচের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বিশ্বকাপ বাছাই পর্বে চিলির বিপক্ষে ম্যাচ চলাকালে সহকারী রেফারির সঙ্গে অসদাচরণের দায়ে মেসির বিপক্ষে ওই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিলো।

কিন্তু এ অভিযোগের সমর্থনে পর্যাপ্ত প্রমাণাদি না পাওয়ায় মেসিকে গতকাল ওই নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি দেয়া হয়। ফিফার এই ঘুরে দাঁড়ানোর ঘটনায় নতুন করে উজ্জীবিত হয়েছে আর্জেন্টিনা। এর ফলে ২০১৮ সালে রাশিয়ায় অনুষ্ঠেয় বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত পর্বে সরাসরি অংশগ্রহণের সুযোগ পাবার প্রত্যাশা করছে দুইবারের বিশ্ব আর্জেন্টিনা। মেসির পক্ষে আর্জেন্টিনার আপিল আবেদনের পরিপ্রেক্ষিতে ফিফার আপিল কমিটি জানায় যে খেলা চলাকালে মেসির ওই আচরণটি দোষণীয়। তবে চার ম্যাচ নিষিদ্ধ করার মতো নয়।

গত মার্চে বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ চলাকালে সহকারী রেফারির উদ্দেশে অপমানজনক মন্তব্য করায় মেসিকে অভিযুক্ত করা হয়েছিলো। ওই ম্যাচে পেনাল্টি থেকে মেসির গোলে চিলির বিপক্ষে ১-০ ব্যবধানে জয়লাভ করে আর্জেন্টিনা।