মেসির ছেলে থিয়াগোকে দলে নিলো বার্সেলোনা

BARCELONA, SPAIN - NOVEMBER 28: Lionel Messi of FC Barcelona kisses his son Thiago ahead of the La Liga match between FC Barcelona and Real Sociedad de Futbol at Camp Nou on November 28, 2015 in Barcelona, Spain. (Photo by David Ramos/Getty Images)

 

মাথাভাঙ্গা মনিটর: সম্প্রতি বার্সেলোনা তারকা লিওনেল মেসি জানিয়েছিলেন, তার ছেলে থিয়াগো ফুটবলকে খুব একটা পছন্দ করে না। ছেলের ইচ্ছে যাই হোক না কেন, মেসির রক্তে তো মিশে আছে ফুটবল। সে কারণেই হয়তোবা মেসি জুনিয়রকে এখন থেকেই দলে নেবার চিন্তা করে ফেলেছে বার্সেলোনা।

বার্সেলোনা পরিচালিত একটি স্কুল প্রকল্পের আওতায় ৩-৫ বছর বয়সী বাচ্চাদের দলে যোগ দিতে যাচ্ছে আগামী নভেম্বরে ৪ বছরে পা রাখতে যাওয়া থিয়াগো মেসি।  এফসিবিইস্কোলা নামক এ প্রকল্পে তারকা খেলোয়াড়দের অনেকেই তাদের বাচ্চাদের ভর্তি করাতে আগ্রহী হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। এর মাধ্যমেই হয়ত বাবার পেশাকে নিজের মধ্যে নিয়ে নিতে পারবেন জুনিয়র মেসি।