মেসির ওপর চাপ কমাতে বললেন আর্জেন্টাইন কোচ

 

মাথাভাঙ্গা মনিটর: লিওনেল মেসির ওপর নির্ভরশীলতা কমিয়ে আনতে আজেন্টিনার ফুটবলারদের প্রতি আহ্বান জানিয়েছেন নতুন কোচ এদগার্ডো বাওজা। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর পরে পুনরায় সমর্থকদের ভালবাসায় ফিরে আসা মেসির ওপর থেকে চাপ কমানোর জন্যই বাওজা এই মন্তব্য করেছেন।  দু মাস আগে কোপা আমেরিকার ফাইনালে পেনাল্টিতে হারের পরপরই হতাশ মেসি আন্তর্জাতিক ফুটবলকে বিদায়ায়ের ঘোষণা দেন। কিন্তু সাও পাওলোর সাবেক কোচ বাওজা পাঁচবারের বিশ্বসেরা খেলোয়াড়কে দেশের হয়ে খেলা চালিয়ে যাবার জন্য অনুরোধ করেন। অনেকটা বাওজার অনুরোধে ও দেশের কথা বিবেচনা করে মেসি তার সিদ্ধান্তের পরিবর্তন করেন। কোপা আমেরিকায় দায়িত্ব পালনকারী জেরার্ডো মার্টিনোর স্থলাভিষিক্ত হয়েছেন বাওজা। তার অধীনে আগামী মাসে প্রথম ম্যাচে বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ে ও ভেনিজুয়েলার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। বিশ্বের এক নম্বর দল আর্জেন্টিনা বর্তমানে দক্ষিণ আমেরিকান বাছাইপর্বে ছয় ম্যাচ পরে তৃতীয় স্থানে রয়েছে। আগামী ১ সেপ্টেম্বর বাছাইপর্বের শীর্ষে থাকা উরুগুয়েকে আতিথ্য দেবার পরে ৬ সেপ্টেম্বর ভেনিজুয়েলা সফরে যাবে আর্জেন্টিনা।