মেসিকে ছাড়াই জিতলো আর্জেন্টিনা

মাথাভাঙ্গা মনিটর: চোটের কারণে লিওনেল মেসি খেলেননি; তবে আনহেল দি মারিয়ার নেতৃত্বে পরীক্ষামূলক আর্জেন্টিনা দল প্রীতি ম্যাচে এল সালভাদরকে ২-০ গোলে হারিয়েছে। গত শনিবার রাতে যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডের ফেডেক্সফিল্ডে আর্জেন্টিনাকে জেতানো গোল দুটি করেন দুই মিডফিল্ডার এভার বানেগা ও ফেদেরিকো মানকুয়েল্লো। পুরো ম্যাচ আর্জেন্টিনার নিয়ন্ত্রণ থাকলেও গোল পেতে ৫৪ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় তাদের। বক্সের বাইরে থেকে বানেগার জোরালো শট এল সালভাদরের একজন গায়ে লেগে গোলরক্ষকের ওপর দিয়ে জালে জড়ায়। দ্বিতীয় গোলটি আর্জেন্টিনা পায় শেষ বাঁশি বাজার দু মিনিট আগে। আর্জেন্টিনার হয়ে অভিষেক ম্যাচ খেলতে নামা মানকুয়েল্লো গোলটি করেন কঠিন কোণ থেকে নেওয়া বাঁকানো ফ্রি-কিকে। সালভাদরের বিপক্ষে এত অল্প ব্যবধানের জয়ে আর্জেন্টিনার সমর্থকদের অনেকেই হয়ত সন্তুষ্ট হবেন না। তবে পরীক্ষামূলক দল খেলিয়ে এমন একটি জয় পাওয়ায় খুশিই কোচ জেরার্দো মার্তিনো। যেভাবে আশা করেছিলাম, ম্যাচটি আমরা সেভাবেই খেলেছি। আমাদের ধৈর্য্য ধরতে হবে।

মেসির চোট আর খেলতে না পারা নিয়েই বেশি ভাবছেন মার্তিনো। যুক্তরাষ্ট্রে গিয়ে অনুশীলনও করেছিলেন আর্জেন্টিনার সেরা খেলোয়াড়। তবে ‘এল ক্লাসিকো’ খেলার সময় পাওয়া হালকা চোট নিয়ে সেখানে গিয়ে বার্সেলোনার এই তারকা একটু সমস্যায়ই পড়েন। প্রথমদিন সে ভালোই অনুশীলন করেছিলো, দ্বিতীয় দিন সে ব্যথা অনুভব করে এবং তৃতীয় দিন বুটই পড়তে পারেনি, মানুষ তাকে খেলতে দেখতে চায়, কিন্তু শারীরিকভাবে সে পারেনি। গত শনিবার রাতের আরেক প্রীতি ম্যাচে এদিনসন কাভানির পেনাল্টি থেকে করা গোলে উরুগুয়ে ১-০ ব্যবধানে মরক্কোকে হারায়।