মেসিকে কী বিক্রি করে দিচ্ছে বার্সেলোনা?


মাথাভাঙ্গা মনিটর: বার্সেলোনা কী লিওনেল মেসিকে বিক্রি করে দেবে? বিশ্বের এ তারকা ফুটবলারকে হাতছাড়া করার কারণ হিসেবে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সাম্প্রতিক সময়ে গুরুত্বপূর্ণ তিনটি ম্যাচে বার্সার হার। যে ম্যাচগুলোতে হারের জন্য মেসিকেই দায়ী করা হচ্ছে। তাই মেসিকে বিক্রির কথা ভাবছে বার্সেলোনা। এ মরসুমে চ্যাম্পিয়নস লিগের শেষ আট থেকেই বিদায় বার্সেলোনা। ছয় বছর পর এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটলো। অন্যদিকে কোপা ডেল রের ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষেও হেরে গুরুত্বপূর্ণ একটি ট্রফি হাতছাড়া করে ক্লাবটি। বার্সেলোনার এমন বাজে পারফরমেন্সের দায় চাপানো হচ্ছে মেসির কাঁধে। একটা সময় ছিলো যখন মেসির টি-শার্টে লেখা ছিলো- ‘তিনি বিক্রির জন্য নন’। ক্লাবের ইতিহাস ও ঐতিহ্যের সমার্থকও ভাবা হতো লিওনেল মেসিকে। কিন্তু মাত্র তিনটা ম্যাচ সব দৃশ্যপট পালটে দিয়েছে। তাই মিডিয়াতে গুঞ্জন রটছে এ মরসুম শেষেই নাকি লিওনেল মেসিকে ক্যাম্প ন্যু থেকে বিক্রি করে দিচ্ছে বার্সেলোনা। যদিও খবরটা পাকা নয়। কিন্তু অবিশ্বাস্যভাবে বার্সেলোনার টিম ম্যানেজমেন্টের নিশ্চুপ থাকায় বিষয়টিতে জ্বালানি জোগাচ্ছে। অনেকেই আশঙ্কা করছেন, মেসিকে আসন্ন দলবদলের বাজারে বিক্রি করছে ন্যু ক্যাম্পের মালিকরা। এমনটি হলে ফুটবল জাদুকরকে রেকর্ড ২৫ কোটি পাউন্ডে বিক্রির কথা ভাবতে পারে বার্সা।