মেক্সিকোকে হারিয়ে তৃতীয় পর্তুগাল

 

মাথাভাঙ্গা মনিটর: অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে করা আদ্রিয়ান সিলভার গোলে মেক্সিকোকে হারিয়ে কনফেডারেশন্স কাপে তৃতীয় হয়েছে পর্তুগাল। মস্কোয় গতকাল রোববার ২-১ গোলে জেতে ইউরো চ্যাম্পিয়নরা। নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ হয়েছিলো ১-১ গোলের সমতায়। আক্রমণ-পাল্টা আক্রমণের মধ্যদিয়ে দল দুটি খেলা শুরু করলেও প্রথমার্ধে কেউই গোল পায়নি। দ্বিতীয়ার্ধের শুরুতে পর্তুগালের ডিফেন্ডার লুইস নেতোর আত্মঘাতী গোলে এগিয়ে যায় মেক্সিকো। এই গোল পুঁজি করেই জয়ের দিকে এগুচ্ছিল দলটি।  যোগ করা সময়ের প্রথম মিনিটে রিকার্দো কারেসমার ক্রস থেকে পেপে গোল করে ম্যাচ অতিরিক্ত সময়ে নিয়ে যায়। অতিরিক্ত সময়ে হ্যান্ডবলের সুবাদে স্পটকিক পায় রোনালদোকে ছাড়া খেলতে নামা পর্তুগাল। ১০৪তম মিনিটে সহজ সুযোগটি কাজে লাগিয়ে জয়সূচক গোলটি করেন সিলভা।