মুস্তাফিজের অপেক্ষা আরো দু সপ্তাহের

 

স্টাফ রিপোর্টার: আরও দু সপ্তাহ পুনর্বাসন প্রক্রিয়ায় থাকতে হবে মুস্তাফিজুর রহমানকে। শারীরিক অবস্থা পর্যালোচনা করা হবে আরও ৮ দিন পর। তারপরই সিদ্ধান্ত হবে তিনি ইংলিশ কাউন্টি খেলতে যাবেন কি-না। তাই তরুণ এ পেসারের জন্য সাসেক্সের অপেক্ষা আরও বাড়ছে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে পুনর্বাসন প্রক্রিয়া। মুস্তাফিজের সাথে সেশন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান জানালেন, দুটি সমস্যা নিয়ে মূলত কাজ করা হচ্ছে।

তিনি বলেন, হ্যামস্ট্রিং ও অ্যাংকেলের চোটটা নিয়ে কাজ করা হচ্ছে। শোল্ডার ও সাইড স্ট্রেইনের বিষয়গুলো রিকভার হয়ে গেছে। আমরা চিন্তা করেছি ওকে প্রতি সপ্তাহে অ্যাসিস্ট করবো এবং দেখবো যে প্রতি সপ্তাহে কতটুকু উন্নতি সে করেছে। সেটির উপর ভিত্তি করে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেবো। তিনি আরো বলেন, প্রথম সপ্তাহে এ রকম কোনো সম্ভাবনা (মাঠে নামার) দেখছি না। পরবর্তীতে ভালো কোনো অবস্থায় গেলে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। এর আগে সাসেক্স অধিনায়ক লুক রাইট জানিয়েছিলেন, ১০ জুনের ম্যাচে মুস্তাফিজকে পাওয়ার প্রত্যাশা করছেন তারা। তবে কেন্টের বিপক্ষে সেই ম্যাচে তো বটেই, ১৬ জুন মিডলসে