মুশফিক-নাসিরের দৃঢ়তায় বাংলাদেশের দিন

মাথাভাঙ্গা মনিটর: মুশফিকুর রহিম ও নাসির হোসেনের দৃঢ়তায় সেন্ট কিটস ওনেভিসের বিপক্ষে তিন দিনের ম্যাচের প্রথম দিন শেষে স্বস্তিতে বাংলাদেশ।শুরুটা ভালো না হলেও এ দুজনের দৃঢ়তায় দিন শেষে অতিথিদের সংগ্রহ ৩৩০/৬।তৃতীয় সেশনের পুরোটা সময়সেন্ট কিটস ও নেভিসের বোলারদের কোনো সুযোগই দেননি মুশফিক-নাসির। অবিচ্ছিন্ন সপ্তমউইকেটে ১৪৪ রানের জুটি গড়েন এ দুজনে,যার পুরোটাই আসে তৃতীয় সেশনে।মুশফিক৮২ ও নাসির ৭৮ রানে অপরাজিত রয়েছেন।গত শনিবার সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে টসজিতে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। ২২ রানেই বিদায় নেনশামসুর রহমান (১০)। উইকেটে থিতু হলেও নিজের ইনিংস বড় করতে পারেননি তামিম ইকবাল (২০)।৫ রানে জীবন পেলেও সুযোগ কাজে লাগাতে পারেননি মুমিনুল হক। ১০ রানেকরেন এ বাঁহাতি ব্যাটসম্যান।মধ্যাহ্ন-বিরতিতে যাওয়ার সময়ে বাংলাদেশেরসংগ্রহ ছিলো ৩ উইকেটে ৬৭ রান।দ্বিতীয় সেশনে ইমরুল কায়েস (৪৪),মাহমদুল্লাহরিয়াদ ও শুভাগত হোম চৌধুরীর উইকেট হারায় বাংলাদেশ। তিনজনই উইকেটে থিতু হলেও নিজেদেরইনিংস কেউই বড় করতে পারেননি।এ তিন জনের দৃঢ়তায় দ্বিতীয় সেশনে তিন উইকেটহারালেও এ সময়ে ১১৯ রান যোগ করে অতিথিরা।সেন্ট কিটস ও নেভিসের পক্ষেকুইন্টন বোয়াটসওয়াইন ও জেরেমিয়াহ লুইস দুটি করে উইকেট নেন।