মুশফিকের অধিনায়কত্ব নিয়ে সিদ্ধান্ত হয়নি: পাপন

স্টাফ রিপোর্টার: মুশফিকুর রহিমকে টেস্ট অধিনায়ক রাখা হবে কি হবে না- এ নিয়ে স্পষ্ট কিছু জানাননি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। গতকাল সোমবার তিনি সাংবাদিকদের বলেন, মুশফিক অধিনায়ক থাকবে কিনা, এ বিষয়ে কোনো সিদ্ধান্ত আসেনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে অধিনায়কের কিছু সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে মুশফিককে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়া হচ্ছে, এমন গুঞ্জন শুরু হয়। তবে বিসিবি সভাপতির কথায় কোনো স্পষ্ট জবাব পাওয়া যায়নি। এদিকে দ্বিতীয় টেস্টে টস জেতার পর ফিল্ডিং নেয়ার সিদ্ধান্ত একান্ত অধিনায়কের বলে জানিয়েছেন নাজমুল হাসান পাপন। তিনি বলেন, মাঠের কোনো সিদ্ধান্তে বোর্ড প্রভাব বিস্তার করে না। দক্ষিণ আফ্রিকা সিরিজে বাংলাদেশ ব্যাটিং-বোলিং দুই বিভাগেই মারাত্মক ব্যর্থতার পরিচয় দেয়। এতে সার্বিকভাবে দলের পারফরম্যান্সের সঙ্গে সমালোচনার সম্মুখীন হচ্ছেন অধিনায়ক মুশফিক। দ্বিতীয় টেস্টে ইনিংস ব্যবধানে হারের লজ্জার মুখে পড়ে বাংলাদেশ। গত সাড়ে তিন বছরে এ ধরনের হারের মুখোমুখি হতে হয়নি টাইগারদের।