মুজিবনগর শিশু পরিবারের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মুজিবনগর প্রতিনিধি: মুজিবনগর কমপ্লেক্স সরকারি শিশু পরিবারের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকালে মুজিবনগর সরকারি শিশু পরিবার চত্বরে মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুন কুমার মণ্ডল জাতীয় পতাকা উত্তোলন ও কবুতর উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন। দুপুরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মো. মাহমুদ হোসেন। এ সময় তিনি বলেন, এতিমরা কখনো অবহেলার পাত্র নয়। তাদের সুষ্ঠুভাবে দেখাশোনা করলে সুশিক্ষায় শিক্ষিত হয়ে এখান থেকে বের হয়ে দেশের উচ্চ আসনে প্রতিষ্ঠিত হতে পারবে। মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুন কুমার মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিশু পরিবারে ভারপ্রাপ্ত সুপার তন্ময় কুমার সাহা। বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আবু বকর সিদ্দিক। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন, মুজিবনগর আনসার ব্যাটালিয়ান ইনচার্জ সোহরাব হোসেন, প্রধান শিক্ষক আবুল হোসেন প্রমুখ। গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রতিযোগিতায় অংশ নেয় প্রতিষ্ঠানটির শিশুরা। অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক মাহমুদ হোসেন বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দেন।