মিয়ানমার ফুটবল দলের দায়িত্ব ছাড়লেন ইরানি কোচ

মাথাভাঙ্গা মনিটর: রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর চলমান বর্বরতার প্রতিবাদে পদত্যাগ করেছেন দেশটির ফুটসাল দলের কোচ রেজা কর্দি। গত এপ্রিলে মিয়ানমার জাতীয় ফুটসাল দলের ভার নিয়েছিলেন ইরানের নাগরিক কর্দি। তবে রোহিঙ্গাদের ওপর চলমান নির্যাতনে চুপ করে থাকতে পারেননি তিনি। কোচের পদ  থেকে পদত্যাগ করলেন। কর্দির পদত্যাগের প্রশংসা করেছেন ইরানের ন্যাশনাল অলিম্পিক কমিটির সভাপতি কিউমারস হাশেমি। পদত্যাগের বিষয়ে কর্দি বলেন, ফিফা সনদে বলা আছে- ধর্মীয় ও রাজনৈতিক ইস্যু ও মতাদর্শ খেলাধুলা থেকে পৃথক রাখতে হবে। তাই মিয়ানমার ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছি।