মিসবাহর দৃঢ়তায় ইংল্যান্ডকে হারালো পাকিস্তান

মাথাভাঙ্গা মনিটর: বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে টানা দ্বিতীয় জয় পেয়েছে পাকিস্তান। মিসবাহ-উল-হকের অধিনায়কোচিত ব্যাটিঙে ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে তারা। গত বুধবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২৫০ রান করে ইংল্যান্ড।

জবাবে ৪৮ ওভার ৫ বলে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। শুরুটা মোটেও ভালো হয়নি পাকিস্তানের। ৪৩ রানেই দলটির প্রথম তিন ব্যাটসম্যান সাজঘরের পথ ধরেন। ৭৮ রানে হারিস সোহেলের বিদায় তাদের বিপদ আরো বাড়ায়। তবে এরপরই ঘুরে দাঁড়ায় পাকিস্তান। আর এতে সামনে থেকে নেতৃত্ব দেন মিসবাহ। চতুর্থ উইকেটে উমর আকমলের সাথে ১৩৩ রানের জুটি গড়েন পাকিস্তানের অধিনায়ক। স্টুয়ার্ট ব্রডের বলে আকমল জস বাটলারের গ্লাভসবন্দি হলে ভাঙে ২২.২ ওভার স্থায়ী জুটি। ৬৬ বলে ৬৫ রান করা আকমলের ইনিংস সাজানো তিনটি করে ছক্কা ও চারে। শোয়েব মাকসুদের (১২ বলে ২০) ছোট্ট কিন্তু কার্যকর ইনিংসের জয়ের আরো কাছে চলে যায় পাকিস্তান।