মাতৃভাষা দিবস দ্বৈত ব্যাডমিন্টনে রাজ্জাক-সোহেল জুটি চ্যাম্পিয়ন

 

স্টাফ রিপোর্টার: ‘পাসপোর্ট নাগরিক অধিকার নিঃস্বার্থ সেবাই অঙ্গীকার’ এই প্রতিপাদ্য স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গা আঞ্চলিক পাসপোর্ট অফিসের আয়োজনে আন্তজার্তিক মাতৃভাষা দিবস দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার সমাপনী দিনে ফাইনালে মোহাম্মদ আব্দুর রাজ্জাক-সোহেল আকরাম জুটি ২-০ সেটে আব্দুর রহমান-মাহাবুব জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ জুটির মধ্যে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন এনএসআই চুয়াডাঙ্গা শাখার উপপরিচালক জাফর ইকবাল, চুয়াডাঙ্গা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিকচালক এসএম সানী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসলাম হোসেন, ডাচ্বাংলা ব্যাংকের ব্যবস্থাপক আশরাফুল ইসলাম, সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বাহাউল ইসলাম ও বিশিষ্ট ঠিকাদার আবুল কালাম। পুরস্কার বিতরণ শেষে প্রধান অতিথি, আমন্ত্রিত অতিথি ও খেলোয়াড়গণ মাদককে না বলুন উল্লেখ করে শপথ করেন এবং সবাই বলেন ‘জীবনকে ভালো বাসুন, মাদক থেকে দূরে থাকুন। আমাদের অঙ্গীকার মাদকমুক্ত পরিবার।’ প্রতিযোগিতার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন চুয়াডাঙ্গা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিকচালক এসএম সানী।