ভেনিজুয়েলাকে হারিয়ে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জয় করল ইংল্যান্ড

মাথাভাঙ্গা মনিটর: ভেনিজুয়েলাকে হারিয়ে প্রথম বারের মতো অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ফুটবলের শিরোপা জয় করলো ইংল্যান্ড। গতকাল রোববার দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত যুব বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেছেন ডোমেনিক কালভার্ট-লুইন। ম্যাচের ৩৪তম মিনিটে একমাত্র গোলটি করেছেন তিনি। এই গোলের মাধ্যমে এভারটনের এই স্ট্রাইকার নিজের নামটি বসিয়ে নিয়েছেন জিওফ হার্স্ট ও মার্টিন পিটার্স এর পাশে। ১৯৬৬ সালে বিশ্বকাপের ফাইনালে গোল করেছিলেন তারা। দ্বিতীয়ার্ধেও অসাধারণ খেলা উপহার দিয়েছে ইংলিশ যুবারা। তবে এ অর্ধে ভেনিজুয়েলার একটি পেনাল্টি ঠেকিয়ে দিয়ে ইংলিশদের জয়ে বড় ভূমিকা রেখেছেন গোলরক্ষক ফ্রেডি উডম্যান। ম্যাচ শেষ হবার ১৬ মিনিট আগে ভেনিজুয়েলার পক্ষে পেনাল্টি থেকে শটটি নিয়েছিলেন আদেলবার্তো পেনারানদা।