ভালো খেলোয়াড় হতে হলে নিয়মিত অনুশীলনের বিকল্প নেই

চুয়াডাঙ্গায় জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্যদিয়ে তৃতীয় এনপিএল ক্রিকেট লিগের উদ্বোধন অনুষ্ঠানে হুই্প ছেলুন এমপি

 

স্টাফ রিপোর্টার: ভালো খেলোয়াড় হতে হলে নিয়মিত অনুশীলনের বিকল্প নেই। আজ যারা ভালো ও নামি খেলোয়াড় হয়ে বিশ্বদরবারে নিজেকে মেলে ধরেছেন তাদের জীবনী দেখলে সেটাই জানা যায়। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় চুয়াডাঙ্গা টাউন ক্লাব ফুটবল মাঠে তৃতীয় এনপিএল ক্রিকেট লিগের উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথি বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কো-চেয়ারম্যান মাহফুজুর রহমান জোয়ার্দ্দার মিজাইল। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবপ্রসাদ পাল, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি আজাদ মালিতা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদউজ্জামান লিটু বিশ্বাস ও সদর থানার অফিসার ইনচার্জ তোজ্জাম্মেল হক। এছাড়া উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি সরোয়ার হোসেন জোয়ার্দ্দার, নিবার্হী সদস্য পিন্টু কুমার আগরওয়ালা, মেহেরুল্লাহ মিলু, অভিভাবক আ. হালিম ময়না, পলাশ কুমার সাহা, ডাবলু ডাক্তার, ছাব্বির কামাল, আনন্দ জোয়ার্দ্দার, হাসানুজ্জামান হাসান, ছোট রাসেল, চঞ্চল প্রমুখ

উদ্বোধনী অনুষ্ঠানে চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির ক্রিকেটাররা প্রধান অতিথি হুইপ ছেলুন জোয়ার্দ্দার এমপিকে লাল গালিচাসহ ফুলেল শুভেচ্ছা জানিয়ে মঞ্চে আমন্ত্রণ জানায়। প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ একযোগে উদ্বোধনী মঞ্চে উপস্থিত হন। প্রধান অতিথি ফিতে কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন। শেষপর্বে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদ্বয় ব্যাটিং ও বোলিং করে লিগের চূড়ান্ত উদ্বোধন করেন। বোলিং করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও ব্যাটিং করেন  হুইপ ছেলুন জোয়ার্দ্দার। উপস্থাপনা করেন চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির পরিচালক সাংবাদিক ইসলাম রকিব।