ভালেন্সিয়ার ম্যাচে নেই রিয়ালের বেল

মাথাভাঙ্গা মনিটর: হাঁটুর সমস্যার কারণে ভালেন্সিয়ার বিপক্ষে আগামী রোববার লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচে রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড গ্যারেথ বেলের খেলা হচ্ছে না। রিয়াল শুক্রবার এক বিবৃতিতে জানায়, মেডিক্যাল পরীক্ষায় ডান হাঁটুতে চোট ধরা পড়েছে ওয়েলসের এই ফরোয়ার্ডের।

গত বুধবার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের দ্বিতীয় পর্বে ম্যানচেস্টার সিটির বিপক্ষে রিয়ালকে জেতানো একমাত্র গোলটি করেন বেল। আগামী ২৮ মে এবারের ফাইনালে তাদের প্রতিপক্ষ একই শহরের ক্লাব আতলেতিকো মাদ্রিদ। গতকাল শুক্রবার অনুশীলন করেননি বেল। তবে অনুশীলনে ফেরেন চোটের কারণে সিটির বিপক্ষে ম্যাচে না খেলা ব্রাজিলের মিডফিল্ডার কাসেমিরো আর ফরাসি ফরোয়ার্ড করিম বেনজেমা। চলতি মরসুমে চোটের কারণে লা লিগায় রিয়ালের খেলা ৩৬ ম্যাচের ২০টিতেই কেবল শুরুর একাদশে ছিলেন বেল। তবে এ ২০ ম্যাচেই ১৯টি গোল করেন তিনি। এক সময় শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ১২ পয়েন্ট পিছিয়ে থাকলেও এখন ভালোভাবেই শিরোপা লড়াইয়ে আছে রিয়াল। ৩৬ রাউন্ড শেষে ৮৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে তারা। মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে থাকায় বার্সেলোনার সমান ৮৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আতলেতিকো।