ভারত ৬ উইকেটে হারালো ইংল্যান্ডকে

মাথাভাঙ্গা মনিটর: ওয়ানডেতে সেই আগের ইংল্যান্ডই! টেস্ট সিরিজে ভারতকে নাস্তানুবাদ করলেওওয়ানডেতে এখন উল্টো নাকাল ইংলিশরা। ভারতের অবস্থা ঠিক তার বিপরীত। একদিনেরম্যাচে অন্য চেহারায় মহেন্দ্র সিং ধোনির দল। ট্রেন্ট ব্রিজে ইংল্যান্ডকে ৬উইকেটে হারিয়ে পাঁচ ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত।ইংল্যান্ডেরদেওয়া ২২৮ রানের লক্ষ্যে খেলতে নেমে খুব একটা বেগ পেতে হয়নি ধোনির দলের।রান পেয়েছেন প্রায় সব ব্যাটসম্যানই। তবে সবচেয়ে এগিয়ে আম্বাতি রাইডু। এডানহাতি অপরাজিত ছিলেন ৬৪ রানে। ভারতের স্বস্তির খবর, ‘অনেক দিন পর’ রানপেয়েছেন বিরাট কোহলি। তবে ইনিংসটাকে খুব একটা লম্বা করতে পারেননি এ ভারতীয়ব্যাটিং সেনশেসন। স্টোকসের বলে ফেরার আগে করেছেন ৪০। ভারতের ১২০ রানে ৩উইকেট পড়ে যাওয়ার পরও ইংলিশদের পরাজয় ত্বরান্বিত হয় মূলত সুরেশ রায়না ওরাইডুর চতুর্থ উইকেট জুটিতে তোলা ৮৭ রানে।ইনিংসের শেষ বলে ২২৭ করে অলআউটইংল্যান্ড। সর্বোচ্চ ৪৪ এলো কুকের ব্যাট থেকে। ভারতের বোলারদের মধ্যে সবচেয়েসফল রবিচন্দ্রন অশ্বিন। এ ডানহাতি স্পিনার ১০ ওভারে ৩৯ রানে নিয়েছেন ৩উইকেট। ম্যাচসেরাও তিনি।