ভারতে বিশ্বকাপে খেলার অনুমতি পেল পাকিস্তান দল

 

মাথাভাঙ্গা মনিটর: ভারত-পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক সবসময়ই শীতল। গেল কয়েক বছর তা আরও বৃহদাকার ধারণ করেছে। এর প্রভাব পড়েছিলো দু দেশের ক্রিকেটীয় সম্পর্কেও। তৈরি হয়েছিলো পাকিস্তানের বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কাও। তবে আয়োজক ভারতের দিক থেকে ছিলো নমনীয় মনোভাব আর কঠোর নিরাপত্তার আশ্বাস। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসিও সাবধান বাণী ছুঁড়েছিলো। তবে সিদ্ধান্ত নিতে হতো পাকিস্তানকেই। এজন্যই তারা তাকিয়ে ছিলো সরকারের দিকে। সব শঙ্কা কাটিয়ে আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলার সবুজ সংকেত পেয়েছেন আফ্রিদির দল। প্রথমে ক্রিকেটারদের নিরাপত্তার ইস্যুতে ভারতে বিশ্বকাপ খেলতে আসার ব্যাপারে বেঁকে বসেছিলো পিসিবি। দেশটির সরকারের অনুমতির পর সেই জটিলতারই অবসান ঘটলো। অবশ্য টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলার ব্যাপারে অনিশ্চয়তা থাকলেও আগেই বিশ্বকাপের জন্য দল ঘোষণা করে পিসিবি। বিশ্বকাপে প্রস্তুতি পর্বের মধ্যদিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করবে ১২ মার্চ।