ভারতের সাথে হতাশার ড্র

মাথাভাঙ্গা মনিটর: সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের সাথে ড্র করে সেমিফাইনালে ওঠার সমীকরণটা কঠিন করে ফেললো বাংলাদেশ। মঙ্গলবার কাঠমান্ডুর হালচুক রঙ্গশালা স্টেডিয়ামে ম্যাচে এগিয়ে থেকেও অতিরিক্ত সময়ে গোল হজম করে ১-১ গোলে ড্র করে মাঠ ছাড়ে লোডভিক ডি ক্রুইফের দল। ম্যাচের শেষ মুহূর্তে ফ্রি কিক থেকে গোল করে বাংলাদেশকে হতাশায় ডোবান ভারতের অধিনায়ক স্ট্রাইকার সুনীল ছেত্রী। এর আগে ম্যাচের ৮১ মিনিটে বাংলাদেশকে এগিয়ে দেন ডিফেন্ডার আতিকুর রহমান মিশু। মামুনুল ইসলামের কর্নার থেকে বল পেয়ে জোড়ালো শটে লক্ষ্যভেদ করেন তিনি।তার এ গোলেই জয়ের স্বপ্নই দেখছিলো বাংলাদেশ, ইনজুরি সময়ে গোল খেয়ে যা ভেস্তে গেলো। ম্যাচের ১০ মিনিটেই অবশ্য এগিয়ে যেতে পারতো ভারত। মিডফিল্ডার ফ্রান্সিসকো ফার্নান্দেজের ক্রসে স্ট্রাইকার সুনীল ছেত্রীর শট লক্ষ্যভ্রষ্ট হলে ভারত দারুণ সুযোগ হাতছাড়া করে।৩৬ মিনিটে ভারত আরেকটি সুযোগ হাত ছাড়া করে। ফাঁকা পোস্ট পেয়েও ফ্রান্সিসকো ফার্নান্দেজ গোল করতে পারেননি। দ্বিতীয়ার্ধে দারুণভাবে ফিরে এসে বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করে বাংলাদেশ। বিশেষ করে ৫৫ মিনিটে মোবারকের ক্রসে এমিলির হেড ভারত গোলরক্ষক সুব্রত পাল ঠেকিয়ে না দিলে আরও আগেই এগিয়ে যেতো তারা। ৬৮ মিনিটে মোবারকের শট ভারতের গোলরক্ষক কোনোমতে রক্ষা করেন। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক নেপালের কাছে ২-০ গোলে হেরেছিল লোডভিক ডি ক্রুইফের দল। এরপর সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচটিকে টিকে থাকার শেষ সুযোগ হিসেবে দেখছিলো বাংলাদেশ। এ ড্রয়ের ফলে শেষ চারে ওঠার সম্ভাবনা ক্ষীণ হয়ে গেলো বাংলাদেশের জন্য। আগামীকাল বৃহস্পতিবার গ্রুপের শেষ ম্যাচে পাকিস্তানকে হারাতে পারলেও অন্য ম্যাচগুলোর ফলের ওপর নির্ভর করতে হবে বাংলাদেশকে। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ১-০ গোলে হারিয়েছিলো ভারত। দু খেলায় চার পয়েন্ট নিয়ে বর্তমান চ্যাম্পিয়নরা এখন গ্রুপের শীর্ষে। বাংলাদেশের পয়েন্ট দুই খেলায় এক।