ভারতের বিপক্ষে সিরিজে টিকেটের দাম দ্বিগুণ

স্টাফ রিপোর্টার: ভারতের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সর্বনিম্ন টিকেটের দাম ১০০ টাকা যা গত সিরিজের দ্বিগুণ।শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ সিরিজে সর্বনিম্ন টিকেটের দাম ছিলো ৫০ টাকা।ব্রাজিলবিশ্বকাপ চলার সময় স্বাভাবিকভাবেই তিন ম্যাচের সিরিজে দর্শক ঘাটতির শঙ্কারয়েছে।তবুও বিসিবি হসপিটালিটি বক্স ছাড়া আর সব টিকেটের দাম বেড়েছে পঞ্চাশশতাংশ।হসপিটালিটি বক্সের প্রতিটির টিকেট ৫ হাজার টাকা, ভিআইপিগ্র্যান্ড স্ট্যান্ড দেড় হাজার টাকা, আন্তর্জাতিক গ্যালারি পাঁচশটাকা, শহীদ মুশতাক ও শহীদ জুয়েল স্ট্যান্ড তিনশটাকা, উত্তর ও দক্ষিণ গ্যালারিদেড়শটাকা ও পূর্ব গ্যালারির টিকেট একশটাকা রাখা হয়েছে।১৫, ১৭ ও ১৯ জুন তিনটি ওয়ানডে হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। তিনটি ম্যাচই হবে দিবা-রাত্রির।এ সিরিজে টিকেট পাওয়া যাবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে (ইউসিবি)। গতকাল মঙ্গলবারঢাকার একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনাপরিচালক মির্জা মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, ঢাকায় ব্যাংকটির মিরপুর, ধানমণ্ডি, বসুন্ধরা, বিজয়নগর ও উত্তরা শাখায় টিকেট পাওয়া যাবে। এছাড়াব্যাংকটির মোবাইল ব্যাংকিং পরিষেবা ইউক্যাশের মাধ্যমেও টিকেট পাওয়া যাবে। আগামী বৃহস্পতিবার থেকে টিকেট বিক্রি শুরু হবে। টিকেট কেনার সময় ঘোষিত মূল্যের সাথে আরো ১৫ শতাংশ ভ্যাট দিতে হবে ক্রেতাকে।সংবাদসম্মেলনে উপস্থিত ছিলেন বিসিবির গণমাধ্যম ও যোগাযোগ কমিটির সভাপতি জালালইউনুস ও বিসিবির বিপণন ও বাণিজ্যিক কমিটির সভাপতি কাজী ইনাম আহমেদ।