ভারতের টানা পাঁচ জয়

মাথাভাঙ্গা মনিটর: শিখর ধাওয়ানের  সেঞ্চুরি সহজ জয় পেয়েছে ভারত। আয়ারল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে টানা পঞ্চম জয় পেয়েছে শিরোপাধারীরা। উইলিয়াম পোর্টারফিল্ড ও নায়াল ও’ব্রায়ানের অর্ধশতকে এক সময় বড় সংগ্রহের দিকেই ছিলো আয়ারল্যান্ড। কিন্তু শেষ দিকে দ্রুত উইকেট হারানোয় এক ওভার বাকি থাকতেই ২৫৯ রানে অলআউট হয়ে যায় আইরিশরা। বিশ্বকাপে ভারতের সবচেয়ে বড় উদ্বোধনী জুটি উপহার দিয়ে ভারতকে জয়ের দিকে নিয়ে যান ধাওয়ান-রোহিত শর্মা। শেষ পর্যন্ত ৩৬ ওভার ৫ বলে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বিশ্ব চ্যাম্পিয়নরা। রোহিতের সাথে ১৭৪ রানের চমৎকার একটি জুটি উপহার দেন ম্যাচ সেরা ধাওয়ান। ১৪০ বল স্থায়ী জুটিতে রোহিতের অবদান ৬৪ রান। তার ৬৬ বলের ইনিংসটি তিনটি করে ছক্কা ও চার সমৃদ্ধ। বিশ্বকাপে উদ্বোধনী জুটিতে ভারতের সর্বোচ্চ রান ছিলো ১৬৩। ১৯৯৬ এর আসরে কেনিয়ার বিপক্ষে এ রান করেছিলেন শচিন টেন্ডুলকার ও অজয় জাদেজা। ৫ ও ১০ রানে দুবার জীবন পাওয়া ধাওয়ান ফিরেন সেঞ্চুরি করে। ৮৫ বলে খেলা ধাওয়ানের ১০০ রানের ইনিংসটি ১১টি চার ও ৫টি ছক্কা সমৃদ্ধ। এটা বিশ্বকাপে তার দ্বিতীয় ও ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি। অজিঙ্কা রাহানেকে নিয়ে বাকি কাজটুকু সহজেই সারেন বিরাট কোহলি। অবিচ্ছিন্ন তৃতীয় উইকেটে ৭০ রানের জুটি গড়েন এ দু জনে। কোহলি ৪৪ ও রাহানে ৩৩ রানে অপরাজিত ছিলেন।