ভারতের কোচ নির্বাচনে সহায়তা করবেন টেন্ডুলকার

 

মাথাভাঙ্গা মনিটর: দেশের বাইরে থাকলেও ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভারতীয় ক্রিকেট দলের কোচ নির্বাচনে সহায়তা করবেন মাস্টার ব্লাস্টার ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার। নতুন কোচ নির্বাচনের লক্ষ্যে আগামী ২২ জুন এক বৈঠকে মিলিত হবেন দু সাবেক খেলোয়াড় সৌরভ গাঙ্গুলী ও ভিভিএস লক্ষ্মণ এবং সিনিয়র অফিসার সঞ্জয় জাগদালে। সেই বৈঠকে উপস্থিত থাকতে পারবেন না টেন্ডুলকার। তবে দেশের বাইরে থেকেও ভিডিও কনফারেন্সে কোচ নির্বাচনে নিজের মতামত তুলে ধরবেন টেন্ডুলকার। বর্তমানে ভারতীয় ক্রিকেটের সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে নতুন কোচ নিয়োগ। ভারতের কোচ হবার জন্য ইতোমধ্যে ৫৭ জন আবেদন করেছেন। সেই সংখ্যা ছোট করে এনেছে বিসিসিআই। টিম ইন্ডিয়ার কোচ হবার দৌঁড়ে টিকে আছেন ২১ জন। সেই ২১ জন থেকে একজনকে কোচ হিসেবে নিবার্চন করা হবে। নির্বাচন করবেন ভারতের তিন সাবেক খেলোয়াড় টেন্ডুলকার, গাঙ্গুলী ও লক্ষণ। সাথে থাকবেন জাগদালে। তবে স্বশরীরে উপস্থিত থেকে কোচ নির্বাচনে মতামত দিতে পারবেন না টেন্ডুলকার। কারণ, বর্তমানে লন্ডনে আছেন তিনি। তারপরও ভিডিও কনফারেন্সের মাধ্যমে কোচ নির্বাচনে গাঙ্গুলী ও লক্ষণদের সহায়তা করবেন টেন্ডুলকার।

আগামী জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজের আগেই কোচ নির্বাচন করবে ভারত। একটি সূত্র জানিয়েছে, কোচ হবার দৌঁড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন সাবেক টিম ডিরেক্টর রবি শাস্ত্রী ও বর্তমান প্রধান নির্বাচক সদ্বীপ পাতিল।