ভারতের কাছে বাংলাদেশের বড় হার

মাথাভাঙ্গা মনিটর: হকি এশিয়া কাপের গ্রুপ পর্ব খালি হাতে শেষ করলো বাংলাদেশ। গত বুধবার ভারতের কাছে ৯-১ গোলে হেরেছে তারা। বাংলাদেশের পক্ষে একমাত্র গোলটি করেছেন মামুনুর রহমান চয়ন। চারটি গোল হজম করে একটি শোধ দেয় বাংলাদেশ। ৩৫ মিনিটে একমাত্র গোলটি করে তারা। প্রথমার্ধে ৫-১ গোলে এগিয়ে শেষ করে ভারত। দ্বিতীয়ার্ধে বাংলাদেশের জালে আরও চারবার বল পাঠায় ভারত। জয়ী দলের পক্ষে রুপিন্দর পাল সিং চারটি, ভি. আর রঘুনাথ তিনটি এবং মন্দীপ সিং ও নিথিন থিয়ামিয়াহ একটি করে গোল করেন। ‘বি’ গ্রুপ থেকে ভারত ও দক্ষিণ কোরিয়া সেমিফাইনাল নিশ্চিত করেছে।

অপরদিকে তিনটি ম্যাচই হেরেছে বাংলাদেশ। তবে এখনই দেশে ফিরতে হচ্ছে না নাভিদ আলম শিষ্যদের। ৩০ আগস্ট শুক্রবার পঞ্চম-অষ্টম স্থান নির্ধারণী ম্যাচে জাপানকে মোকাবেলা করবে তারা। হকি দলের নির্বাচক রফিকুল ইসলাম কামাল বলেন, গত দু ম্যাচের থেকে পারফরমেন্স খারাপ হয়নি। ম্যাচ ভালো খেলেছে। কিন্তু সার্বিকভাবে ভালো হয়নি খেলা। দেখা যাক জাপানের বিপক্ষে কিছু করার চেষ্টা থাকবে খেলোয়াড়দের। একইদিন শেষ চারে পাকিস্তান খেলবে কোরিয়াকে, আর ভারত মুখোমুখি হবে স্বাগতিক মালয়েশিয়ার।