ভারতকে সর্বশক্তি দিয়ে শ্রীলঙ্কার প্রতিরোধ

 

স্টাফ রিপোর্টার: স্বাগতিক বাংলাদেশকে হারিয়ে জয়ে ফিরলো ভারত। অন্যদিকে গত এক মাস ধরে জিতেই চলেছে শ্রীলঙ্কা, এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানকে দারুণ হার উপহার দিয়েছে। সব মিলিয়ে আত্মবিশ্বাসের শীর্ষ চূড়ায় সিংহলিরা। টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে ভারতকেও সামর্থ্যের সবটুকু দিয়ে মোকাবিলা করতে চায় চারবারের চ্যাম্পিয়নরা। গতকাল বৃহস্পতিবার সকালে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়াম মাঠে এজন্য কঠোর অনুশীলন করলো তারা। আর একদিনের সময় পেয়ে অনুশীলন না করে বিশ্রামে কাটালেন বিরাট কোহলির ভারত। ম্যাচ শেষে দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ সম্পর্কে এদিন লঙ্কান সহঅধিনায়ক দিনেশ চান্দিমাল বলেন, ‘ভারতের সবচেয়ে বড় দিক হলো তারা গত দু তিন বছর যাবত ভালো ক্রিকেট খেলছে। বিরাট কোহলির ব্যাটিং খুবই চমৎকার। তাদের দলে কয়েকজন ভালো খেলোয়াড় আছে কিন্তু আমাদের দলেও লাসিথ মালিঙ্গার মতে বোলার আছে। দেখা যাক কী হয়?