ব্রাজিল ম্যাচের আগে আর্জেন্টিনা দলে নতুন দুঃশ্চিন্তা

মাথাভাঙ্গা মনিটর: আর্জেন্টিনার চোট জর্জরিত আক্রমণভাগ ঘিরে নতুন শঙ্কা জেগেছে। হাঁটুর চোটের কারণে ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে খেলা নাও হতে পারে ফরোয়ার্ড কার্লোস তেভেসের। আর্জেন্টিনার ফুটবল সংস্থা গত সোমবার তেভেসের খেলা নিয়ে অনিশ্চয়তার বিষয়টি জানায়। শেষ পর্যন্ত তেভেস খেলতে না পারলে আক্রমণভাগ নিয়ে সমস্যায় পড়বেন কোচ জেরার্দো মার্তিনো। ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে সুপার ক্লাসিকো লড়াইয়ের দলে আগে থেকেই নেই বর্তমানের সেরা খেলোয়াড় লিওনেল মেসি ও তারকা স্ট্রাইকার সার্জিও আগুয়েরো। বাঁ পায়ের চোটের কারণে বার্সেলোনার ফরোয়ার্ড মেসি ও হ্যামস্ট্রিঙের চোটের কারণে ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার আগুয়েরো অনেক দিন ধরেই মাঠের বাইরে। বাংলাদেশ সময় আগামী শুক্রবার বুয়েনস আইরেসে মুখোমুখি হবে লাতিন আমেরিকার এ দু ফুটবল পরাশক্তি।

২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বে প্রথম দু রাউন্ডে মাত্র এক পয়েন্ট পেয়েছে আর্জেন্টিনা। আর প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয়টি জেতা ব্রাজিলের পয়েন্ট ৩।