ব্যাটে-বলে বাংলাদেশকে জেতালেন মাহমুদউল্লাহ

স্টাফ রিপোর্টার: ব্যাট হাতে শেষ দিকে সময়োপযোগী এক ইনিংসে বাংলাদেশকে লড়ার মতো রান এনে দিয়েছিলেন মাহমুদউল্লাহ। ফিল্ডিঙে নিলেন দারুণ এক ক্যাচ। বল হাতে ২ উইকেট। তার অলরাউন্ড নৈপুণ্যে এবারের এশিয়া কাপে বাংলাদেশ পেল প্রথম জয়। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৫১ রানে হারিয়েছে বাংলাদেশ। ২০ ওভারে ৮ উইকেটে ১৩৩ রান তুলেছিলো বাংলাদেশ। আমিরাত ১৭.৪ ওভারে গুটিয়ে যায় ৮২ রানে।

টি-টোয়েন্টিতে এই প্রথম পরে বোলিং করে প্রতিপক্ষকে অলআউট করলো বাংলাদেশ। টি-টোয়েন্টিতে বাংলাদেশের সবচেয়ে কম পুঁজি নিয়ে জয়ও এটিই। ২০১২ সালে বেলফাস্টে আয়ার‌ল্যান্ডের বিপক্ষে ১৪৬ রান করে মাশরাফিরা জিতেছিলো ১ রানে। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে এটি দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। সবচেয়ে ছোট স্কোর আফগানিস্তানের ৭২।

গতি আর বাউন্সে প্রথম ওভারেই আমিরাতের দু ওপেনারকে কাঁপিয়ে দেন তাসকিন আহমেদ। পরের ওভারেই প্রথম ব্রেক থ্রু, মোহাম্মদ কালিমকে (০) ফেরান আল আমিন হোসাইন। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে টস জিতে বোলিং নেন সংযুক্ত আরব আমিরাতের অধিনায়ক আমজাদ জাভেদ। শুরুটা ভালোই হয়েছিলো বাংলাদেশের। কিন্তু শেষটা ভালো হয়নি। দলীয় ৪৬ রানের বাংলাদেশের প্রথম উইকেটের বিদায় হয়। ব্যক্তিগত ২১ রানে আউট হন সৌম্য সরকার। আগের ম্যাচের সফল ব্যাটসম্যান সাব্বির রহমান আজ ভালো করতে পারেননি। স্বভাব বিরুদ্ধ ১২ বলে ৬ রান করে সাজঘরে ফেরেন তিনি। এরপর মোহাম্মদ মিঠুনও আউট হয়ে গেলে চাপে পড়ে বাংলাদেশ। শেষের দিকে মাহমুদউল্লাহ ছাড়া আর কেউই অবশ্য উল্লেখযোগ্য কিছু করতে পারেননি।