ব্যর্থতার গ্লানি নিয়ে ঢাকায় মুশফিক-তামিমরা

স্টাফ রিপোর্টার: বছরটা মোটেও ভালো কাটছে না বাংলাদেশের। ওয়েস্ট ইন্ডিজ সফরেও ব্যর্থতাই সঙ্গী ছিলো ক্রিকেটারদের। টানা হারের পর দেশে ফিরে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিমের উপলব্ধি, দলের ‘কম্বিনেশনে’ পরিবর্তন দরকার। ওয়েস্ট ইন্ডিজের ব্যর্থতার গ্লানি নিয়ে ঢাকা পৌঁছেছে জাতীয় ক্রিকেট দল। গতকাল শনিবার সকাল ৯টায় বিমানবন্দরে পৌঁছায় তারা। মাস খানেকের সফর শেষে ক্লান্ত গোটা দল। ব্যর্থতার ছায়া রয়েছে ক্রিকেটারদের চোখে-মুখে। ওয়ানডে ও টেস্ট সিরিজ দুটোতেই হোয়াইট-ওয়াশ বাংলাদেশ। তবে বিগত কয়েক বছরের পারফরমেন্সে বাংলাদেশ ক্রিকেট থেকে এ শব্দটা মুছে গিয়েছিলো। কিন্তু চলতি বছরের শুরু থেকে ওয়াইট-ওয়াশ শব্দটা বাংলাদেশের পিছু ছাড়ছে না! ব্যতিক্রম হয়নি ওয়েস্ট ইন্ডিজেও।
বিমানবন্দরে পা রাখতেই সমর্থকদের উপচে পড়া ভিড়। প্রিয় খেলোয়াড়কে পাশে পেয়ে উচ্ছ্বাসিত অনেকেই। কিন্তু টাইগারদের মুখের হাসি কেড়ে নিয়েছে তাদের পারফরমেন্স। মুশফিক বলেন, আমাদের যে রেজাল্ট পাওয়ার কথা ছিলো দুর্ভাগ্যবশত তা হয়নি। প্রথম ওয়ানডেতে আমরা যেভাবে শুরু করেছিলাম তা ধরে রাখতে পারিনি। দ্বিতীয় ওয়ানডে ম্যাচে রান চেজ করা সম্ভব ছিলো। কিন্তু আমরা ভালো ব্যাটিং করতে পারিনি। টেস্টেও ভালোভাবে শেষ করতে পারিনি। পুরো সিরিজে আমরা কিছু সময় ভালো খেলেছি আবার কিছু সময় খেলিনি। একটা শক্তিশালী দলের বিপক্ষে আপনি যখন জিততে চাইবেন আপনাকে সবসময় ভালো খেলতে হবে। আশা করি পরবর্তীতে আমরা পুরোটা সময় ধরে ভালো খেলবো।