বোল্ট-মেজবাহর ‌‌‌‘পার্থক্য’ ১ সেকেন্ডেরও ‌‌কম, তবে

স্টাফ রিপোর্টার: মোনাকোর ডায়মন্ড লিগে উসাইন বোল্ট আবারও ১০ সেকেন্ডের নিচে ১০০ মিটার দৌড় শেষ করলেন। বিশ্ব চ্যাম্পিয়নশিপের আগে বোল্ট তার শেষ দৌড়ে ৯.৯৫ সেকেন্ড সময় নিয়ে পেছনে ফেলেছেন যুক্তরাষ্ট্রের আইসিয়া ইয়ং আর দক্ষিণ আফ্রিকার আকানি সিম্বিনেকে। দ্বিতীয় ও তৃতীয় হওয়া দুজনের টাইমিং যথাক্রমে ৯.৯৮ আর ১০.০২ সেকেন্ড। এবার দৃষ্টিটা ফেরানো যাক বাংলাদেশের দিকে। গত শনিবার ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে ১৩তম সামার অ্যাথলেটিকসের ১০০ মিটার ইভেন্টে ১০.৮০ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন মেজবাহ আহমেদ। বাংলাদেশের দ্রুততম মানব মেজবাহ টাইমিংয়ে বিশ্বের দ্রুততম মানব বোল্টের চেয়ে পিছিয়ে আছেন ‘মাত্র’ দশমিক ৮৫ সেকেন্ড। ১ সেকেন্ডেরও কম। তবে শুনে বোল্টের সঙ্গে মেজবাহর দূরত্ব যতোটা কম মনে হচ্ছে, বাস্তবতা হলো, এই ১ সেকেন্ডেরও কম স্প্রিন্টে যেন হাজার ক্রোশের ব্যবধান! অন্তত সামর্থ্যের দিক দিয়ে।