বোলার ব্যাটসম্যানদের নৈপুনে দিল্লির জয়

মাথাভাঙ্গা মনিটর: বোলারদের পরে শ্রেয়াস আয়ার এবং যুবরাজ সিঙের ব্যাটিং নৈপুনে চেন্নাই সুপার কিংসকে ৬ উইকেটে হারিয়েছে দিল্লি ডেয়ারডেভিলস। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ম্যাচে গত মঙ্গলবার টসে জিতে আগে ব্যাটিঙের সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি চেন্নাই। ব্যাটিং ব্যর্থতায় নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১১৯ রান তোলে দলটি। দুটি করে উইকেট নেয়া জহির খান ও আলবি মরকেলের দারুণ বোলিং সামলে চেন্নাইয়ের পক্ষে সর্বোচ্চ ইনিংস খেলেন ফাফ ডু প্লেসি। ২৩ বলে তিন চারে ২৯ রান করেন এ ব্যাটসম্যান। দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান করেন চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

জবাবে ২০ বল হাতে রেখে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছায় দিল্লি। যদিও ১২০ রানের সহজ লক্ষ্যে খেলতে নেমে ২৪ রানেই উদ্বোধনী ব্যাটসম্যান কুইন্টন ডি কক ও জেপি ডুমিনিকে হারায় দিল্লি। তবে অপর উদ্বোধনী ব্যাটসম্যান আয়ার আর যুবরাজ সিং এর জুটি দিল্লিকে টেনে তোলে। সাজঘরে ফেরার আগে ২৮ বলে ৩২ রান তোলেন যুবরাজ। দিল্লির জয়ে সর্বোচ্চ অবদান রাখেন শ্রেয়াস। দলকে জেতাতে ৪৯ বলে ৭০ রান করে অপরাজিত থাকেন তিনি।