বোলারদের নৈপুণ্যে অস্ট্রেলিয়ার জয়

মাথাভাঙ্গা মনিটর: দুটি টেস্ট ও একটি টি-টোয়েন্টিতে হারের পর অবশেষে জয়ের দেখা পেল অস্ট্রেলিয়া। বোলারদের নৈপুণ্যে দক্ষিণ আফ্রিকাকে দ্বিতীয় টি-টোয়েন্টিতে সহজেই হারিয়েছে স্বাগতিকরা। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের এ ম্যাচে ৭ উইকেটে জিতে সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রেখেছে অস্ট্রেলিয়া। তিন ম্যাচের সিরিজে এখন ১-১ সমতা। আগামীকাল রোববার সিডনিতে হবে সিরিজের তৃতীয় ম্যাচ। টস জিতে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকার সাত উইকেটে করা ১০১ রান ১২.৪ ওভারেই টপকে যায় স্বাগতিক দল। গতকাল শুক্রবার এক টস ছাড়া ম্যাচের বাকি সবকিছুই স্বাগতিকদের পক্ষে গেছে। ইনিংসের দ্বিতীয় বলেই প্রথম উইকেট হারানো অতিথি দলের অধিনায়ক জেপি ডুমিনি ছাড়া আর কেউই তেমন রান করতে পারেননি। ৫১ বলে ৩টি চার ও ১টি ছক্কায় ৪৯ রান করেন ডুমিনি। ২৫ রানে ৩ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার সেরা বোলার জেমস ফকনার। ক্যামেরন বয়েস ১৫ রানে নেন ২ উইকেট।
জবাবে অধিনায়ক ফিঞ্চের অপরাজিত ৪৪ এবং ওয়াটসনের ৩০ রানে সহজেই জিতে যায় অস্ট্রেলিয়া। বেন ডাঙ্ক করেন ২৩ রান। দক্ষিণ আফ্রিকার ওয়েইন পারনেল ১৭ রানে ২ উইকেট নেন। গত বুধবার প্রথম টি-টোয়েন্টিতে হেরেছিলো অ্যারন ফিঞ্চ-শেন ওয়াটসনরা। এর আগে পাকিস্তানের কাছে দুই ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হারে মাইকেল ক্লার্কের অস্ট্রেলিয়া দল।