বৃষ্টি বিঘ্নিত দিনে পাকিস্তানের লড়াই

মাথাভাঙ্গা মনিটর: কলম্বো টেস্টের বৃষ্টি বিঘ্নিত তৃতীয় দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে দু উইকেটে ১৭১ রান তুলেছে পাকিস্তান। সিরিজের দ্বিতীয় টেস্টে এখনও ৬ রানে পিছিয়ে আছে অতিথিরা। কলম্বোর পি সারা ওভালে গতকাল শনিবার পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে ৫৯ ওভার শেষ হলে বৃষ্টি আর আলো স্বল্পতায় তৃতীয় দিনের খেলা বন্ধ করে দেন আম্পায়াররা। আজহার আলী ৬৪ ও ইউনুস খান ২৩ রানে অপরাজিত রয়েছেন। তৃতীয় দিনে শ্রীলঙ্কাকে দুটি উইকেট এনে দেন অ্যাঞ্জেলো ম্যাথিউস ও ধাম্মিকা প্রসাদ।

মোহাম্মদ হাফিজকে কুমার সাঙ্গাকারার ক্যাচে পরিণত করে পাকিস্তানের উদ্বোধনী জুটি ভাঙেন ম্যাথিউস। তবে ৯ রানে হাফিজকে হারানোর ধাক্কা অতিথি দলটি সামলে নেয় দ্বিতীয় উইকেটে আহমেদ শেহজাদ ও আজহার ১২০ রান তুললে। শেহজাদকে (৬৯) আউট করে বিপজ্জনক হয়ে ওঠা এ জুটিকে বিচ্ছিন্ন করেন প্রসাদ। ৩০৪/৯ স্কোর নিয়ে তৃতীয় দিন শুরু করা শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংস বেশিদূর যায়নি। লেগ স্পিনার ইয়াসির শাহ দুশমন্থ চামিরাকে ফিরিয়ে ব্যক্তিগত ষষ্ঠ উইকেট পেলে ৩১৫ রানে শেষ হয় স্বাগতিকদের ইনিংস। প্রথম টেস্টে ১০ উইকেটের বড় জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে পাকিস্তান।