বৃষ্টির কারণে চতুর্থ দিনের খেলা বন্ধ

মাথাভাঙ্গা মনিটর: বৃষ্টির কারণে বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম টেস্টের চতুর্ত দিনের খেলা বন্ধ ঘোষণা করা হয়েছে। চতুর্থ দিনের দ্বিতীয় ইনিংসে এক উইকেট হারিয়ে ১১৭ রান করেছে কিউইরা। ৪০ ওভার শেষে ৮৫ রানের লিড নিয়েছে সফরকারীরা। ব্যাট করছেন পিটার ফুলটন (৪৪) ও কেন উইলিয়ামসন (২৮)। নাসির হোসেনের বলে ৩২ রানে সাজঘরে ফিরেন রাদারফোর্ড। চতুর্থ দিন শেষে ড্রয়ের দিকে এগোচ্ছে চট্টগ্রাম টেস্ট। বৃষ্টির কারণে শেষ এক ঘণ্টার খেলা হয়নি। দ্বিতীয় ইনিংসে ব্ল্যাক ক্যাপসদের হাতে ৯ উইকেট। প্রথম ইনিংস: নিউজিল্যান্ড: ৪৬৯, বাংলাদেশ: ৫০১ চতুর্থ দিনে লাঞ্চ বিরতি পর ১০ রান যোগ করতেই সবকটি উইকেট হারিয়ে ৫০১ রান করেছে স্বাগতিক বাংলাদেশ। প্রথম ইনিংসে কিউইদের দেয়া ৪৬৯ রানের লক্ষ্য ব্যাট করে ৩২ রানের লিড নিয়েছে বাংলাদেশ। ব্যাট হাতে মমিনুলের ১৮১ রানের সাথে গোজীও তার প্রথম শতকপূর্ণ করেন। তিন ওভার বাউন্ডারি ও ১০ বাউন্ডারি হাকিয়ে ১০১ রান করেন সোহাগ গাজী। ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক ঘটে সোহাগ গাজীর। রবিউলকে সাথে নিয়ে ১০৪ রানে পার্টনারশিপ করেন গাজী। লাঞ্চ বিরতির পর প্রথম ওভারে ব্যক্তিগত ৩৩ রানে আউট হন রবিউল ইসলাম। ডগ ব্রাসওয়েলের বলে টেইলরের কাছে বল তুলে দেন রবিউল। রুবেল হোসেন করেন চার রান। আগামী ২১ অক্টোবর মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে হবে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

এছাড়া টাইগারদের সাথে ৩টি এক দিনের ম্যাচেও মুখোমুখি হবে সফরকারী নিউজিল্যান্ড। খেলাগুলো হবে ২৯ ও ৩১ অক্টোবর এবং ৩ নভেম্বর মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।