বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে সিরিজ পাকিস্তানের

মাথাভাঙ্গা মনিটর: বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে টি-টোয়েন্টি সিরিজ হারালো পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের প্রথমটি তারা জেতে ৯ উইকেটে। গত শনিবার দ্বিতীয় ম্যাচে হারালো ১৬ রানে। তিন ম্যাচের সিরিজ ২-০ এ জিতে নিলো পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটে গিয়ে পাকিস্তান সংগ্রহ করে ৪ উইকেটে ১৬০ রান।

জবাবে ৯ উইকেটে ১৪৪ রান তুলতে পারে ওয়েস্ট ইন্ডিজ। এ ম্যাচের আগে প্রথমে ব্যাটে গিয়ে ১৫০ রান করা ২৭ ম্যাচের ২৪টিই জেতে পাকিস্তান। পাকিস্তান এদিন করে ১৬০ রান। এই মাঠে গড় রানের চেয়ে ২০ রান বেশি। জিতলে হলে এই মাঠে সবচেয়ে বড় টার্গেট টপকে রেকর্ড গড়তে হতো ওয়েস্ট ইন্ডিজকে। কিন্তু সেটা সম্ভব হলো না। সোহেল তানভির ও হাসান আলীর পেসে কুপোকাত হলো টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নরা। শুরুতে ৪৫ রানের মধ্যে চার উইকেট হারিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। দুই উদ্বোধনী ব্যাটসম্যান জনসন চার্লস ১০ ও এভিন লুইস ফেরেন ৩ রানে। শুরুর ব্যর্থতা শেষ পর্যন্ত প্রায় একই রকম থাকে। বড় কোনো জুটি গড়তে ব্যর্থ হয় তারা। পঞ্চম উইকেটে সর্বোচ্চ ৩৭ রানের জুটি গড়েন আন্দ্রে ফ্লেচার ও কাইরন পোলার্ড। ফ্লেচারের ২৯ এর পর পোলার্ড ফেরেন ১৮ রানে। ৯ নম্বরে ব্যাটে নেমে ১৭ বলে সর্বোচ্চ ৩০ রান করেন সুনীল নারাইন। কার্লোস ব্রেথওয়েটকে নিয়ে অষ্টম উইকেটে গড়েন দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রানের জুটি। এর আগে ইনিংসের চতুর্থ রানের মাথায় শারজিল খানকে হারায় পাকিস্তান। তবে এরপর খালিদ লতিফ ও বাবর আজম দ্বিতীয় উইকেটে ৫৪ রান যেডাগ করেন। খালিদ ৩৬ বলে ৪০ ও বাবর করেন ১৯ রান। আর চতুর্থ উইকেটে অধিনায়ক সরফরাজ আহমেদ ও শোয়েব মালিক ৭.৪ ওভারে সর্বোচ্চ ৬৯ রান যোগ করেন। মালিক ২৮ বলে ৩৭ রানে ফিরলেও সরফরাজ ৩২ বলে ৪৬ রানে অপরাজিত থাকেন।