বিশ্বকাপ না জিতেও সর্বকালের সেরা!

মাথাভাঙ্গা মনিটর: ২০০৮ থেকে ২০১৪- সাতটি বছর। ফিফা বর্ষসেরা অ্যাওয়ার্ড গেছে মেসি ও রোনালদোর শোকেসে। মেসি টানা চারবার। রোনালদো ভেঙে ভেঙে তিনবার। এর মাঝে ক্লাব ফুটবলে অনেক রেকর্ড গড়েছেন দু জন। জিতেছেন একাধিক শিরোপা। বলা চলে খ্যাতির শীর্ষে এ মুহুর্তে অবস্থান করছেন মেসি এবং রোনালদো।

অনেকেই বলে থাকেন মেসি সর্বকালের সেরা ফুটবলার। কেউ বা বাজি ধরেন রোনালদোর পক্ষেও। তবে বাস্তব অর্থে এমন ধারণা কতটা যুক্তি সংগত? সর্বকালের সেরা খেলোয়াড়দের তালিকা গড়লে আদৌ কি মেসি-রোনালদোর জায়গা হবে সেখানে? থাকছে যুক্তি-পাল্টা যুক্তি। তবে এক জায়গায় সবাই একমত। ক্লাব ফুটবলে মেসি-রোনালদো সাফল্যের শীর্ষে উঠলেও জাতীয় দলের হয়ে ততটাই ম্লান, ধুসর এবং অকার্যকর। ক্লাব ফুটবলে কম-বেশি সব ধরনের শিরোপাই জিতেছেন মেসি-রোনালদো। কিন্তু জাতীয় দলের হয়ে কাঙ্ক্ষিত বিশ্বকাপ ট্রফিতে এখনও চুমু আকতে পারেননি কেউই। মেসির সম্ভাবনা থাকলেও, রোনালদোর সামনে সেই সম্ভাবনাও নেই।