বিশ্বকাপ টিকেট কর্মকর্তা রে হোয়েলান গ্রেপ্তার

মাথাভাঙ্গা মনিটর: কালোবাজারে বিশ্বকাপের টিকেট বিক্রির ঘটনারতদন্তের অংশ হিসেবে ফিফার অংশীদার কোম্পানি ম্যাচ হসপিটালিটি’র প্রধানকর্মকর্তা রে হোয়েলানকে গ্রেফতার করেছে ব্রাজিলীয় পুলিশ।গত সোমবার রিও ডি জেনিরোরবিলাসবহুল আবাসিক হোটেল কোপাকাবানা প্যালেস থেকে হোয়েলানকে গ্রেফতার করাহয়।এই একই হোটেলে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ কর্তৃপক্ষ ফিফা’র কর্মকর্তারাওঅবস্থান করছেন বলে জানিয়েছে বিবিসি।বিশ্বকাপ টিকেট কালোবাজারের বিরুদ্ধেচলমান জুলে রিমে অভিযানের অংশ হিসেবে গ্রেফতার হোয়েলানকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশহেফাজতে নেয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, এ তদন্তের অংশ হিসেবে গত সপ্তায় একটেলিফোনকলে আঁড়ি পেতে টিকেট কালোবাজারির সাথে জড়িত ফিফা কর্মকর্তার নামের প্রথমঅংশটি শনাক্ত করেছিলো তারা।ফিফার পক্ষ থেকে এক বিবৃতিতে জুলে রিমে অভিযানেস্থানীয় কর্তৃপক্ষকে সব ধরণের সহযোগিতার আশ্বাস দেয়া হয়েছে।হোয়েলানকেগ্রেফতারের পর শেষ খবর পাওয়া পর্যন্ত সুইজারল্যান্ড ভিত্তিক ম্যাচ হসপিটালিটিবিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি।গত সপ্তায় ১১ জনকে গ্রেফতার করে টিকেটকালোবাজারির সাথে জড়িত একটি আন্তর্জাতিক চক্র ভেঙে দিয়েছিলো ব্রাজিলীয়পুলিশ।