বিশ্বকাপ জিতলো নাইজেরিয়ার তরুণরা

মাথাভাঙ্গা মনিটর: মেক্সিকোকে ফাইনালে হারিয়ে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে নাইজেরিয়া। এ নিয়ে রেকর্ড চারবারের মতো শিরোপা জিতলো নাইজেরিয়ার তরুণরা।

আবু ধাবিতে গত শুক্রবারের ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন মেক্সিকোকে ৩-০ গোল হারায় নাইজেরিয়া। ম্যাচের নয় মিনিটেই নাইজেরিয়ার মুসা ইয়াহাহার শট ফেরাতে গিয়ে মেক্সিকোর ডিফেন্ডার এরিক আগুইরে নিজের জালে বল ঢুকিয়ে দেন।

মেক্সিকোর গোলরক্ষক রাউল গুদিনোর ভুলে দ্বিতীয় গোলটি পায় নাইজেরিয়া। ম্যাচের ৫৬ মিনিটে মুসা মুহাম্মেদের শট তিনি ঠিকমতো আটকাতে পারেননি, যা থেকে গোল করেন কেলেচি ইহেয়ানাচো। নাইজেরিয়া অধিনায়ক মুহাম্মেদ ৮১ মিনিটে ফ্রি-কিক থেকে তৃতীয় গোলটি করেন। এ নিয়ে টুর্নামেন্টের সাত ম্যাচে নাইজেরিয়া প্রতিপক্ষের জালে ২৬টি গোল দিল। এর আগে নাইজেরিয়া ১৯৮৫, ১৯৯৩ ও ২০০৭ সালে শিরোপা জিতেছিলো। দু বছর পরপর হওয়া এ বিশ্বকাপ ব্রাজিল তিনবার ও ঘানা ও মেক্সিকো দু বার করে জিতেছে।