বিশ্বকাপে সাঙ্গাকারার অনন্য কীর্তি

মাথাভাঙ্গা মনিটর: বিশ্বকাপে টানা ৩ সেঞ্চুরি করে অনন্য কীর্তি গড়লেন শ্রীলঙ্কান ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা। বিশ্বকাপের ইতিহাসে প্রথম ব্যাটসম্যাস হিসেবে এ গৌরবময় কীর্তি গড়লেন শ্রীলঙ্কার সাবেক এ অধিনায়ক। গতকাল রোববার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০৭ বলে ১০৪ রান করেন বিশ্বসেরা এ উইকেট রক্ষক ব্যাটসম্যান। এর আগে বাংলাদেশের বিপক্ষে হার না মানা ১০৫ রানের ইনিংস খেলার পর ইংল্যান্ডের বিপক্ষে ১১৭ রানের অনবদ্য ইনিংস খেলে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন তিনি। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সেঞ্চুরির হ্যাটট্রিকের আগে মাত্র ৬ জন করেছেন।

পাকিস্তানের ব্যাটিং কিংবদন্তী জহির আব্বাস প্রথম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে টানা তিন সেঞ্চুরি করেন। তারই স্বদেশি সাঈদ আনোয়ারও রয়েছেন তার সঙ্গী। এরপর হার্শেল গিবস, এবি ডি ভিলিয়ার্স, কুইন্টন ডি কক ও রস টেলর এ অসাধারণ কৃতিত্ব অর্জন করেন।