বিশ্বকাপে ব্রাজিলের জার্সিতে বাংলাদেশ

 

স্টাফ রিপোর্টার: স্বপ্নেরবিশ্বকাপ ফুটবল খেলতে না পারলেও বাংলাদেশকে ঠিকই দেখা যাবে এবারেরবিশ্বকাপ আসরে। ব্রাজিলে অনুষ্ঠিত ২০১৪ সালের বিশ্বকাপে স্বাগতিক ব্রাজিলেরচিরচেনা হলুদ জার্সির নিচে ‘মেইড ইন বাংলাদেশ’ লেখা থাকবে। ইতোমধ্যেবিশ্বকাপ উপলক্ষে বিপুল পরিমাণ জার্সি ও ক্রীড়া সামগ্রী বাংলাদেশ থেকেরফতানি হয়েছে ব্রাজিলে।

বিশ্বকাপে স্বাগতিক ব্রাজিল দলের জার্সি তৈরিরদায়িত্ব পেয়েছিলো বাংলাদেশের একটি পোশাক কারখানা। বাংলাদেশের রানা প্লাজাএবং তাজরিন গার্মেন্টস ট্র্যাজেডিতে সহস্রাধিক পোশাক কর্মীর মৃত্যুর খবরব্রাজিল ফুটবল ফেডারেশনকে (সিবিএফ) জানানো হয়। সবকিছু বিবেচনা করে তারাবাংলাদেশের পোশাক শ্রমিকদের প্রতি সন্মান জানিয়ে জার্সির নিচে ‘মেড ইনবাংলাদেশ’ লেখার সিদ্ধান্ত নিয়েছে। ফলেবাংলাদেশের জন্য এটা একটাঅসামান্য অর্জন হিসেবেই বিবেচিত হবে। বাংলাদেশকে বিশ্বব্যাপি প্রচারের এঅসাধারণ সুযোগ করে দেয়ার জন্য ব্রাজিল ফুটবল ফেডারেশনের প্রতি ফেসবুকেকৃতজ্ঞতাও জানিয়েছেন অনেকে। এমনিতেই বাংলাদেশে ব্রাজিলের সমর্থক বেশি। আরব্রাজিল দল বাংলাদেশের তৈরি জার্সি পড়ে খেলায় অংশগ্রহণের কারণে সমর্থনটাবাড়বে আরো বেশি।