বিশ্বকাপে পাওয়া অর্থ গাজার শিশুদের দান করবেন ওজিল

মাথাভাঙ্গা মনিটর: বিশ্বকাপ জেতার ফলে যে অর্থ পেয়েছেন তাযুদ্ধবিদ্ধস্ত গাজার মানুষদের সহায়তায় দান করবেন জার্মান সুপারস্টার মেসুতওজিল।জার্মানি জাতীয় দলেরএবং আর্সেনালের হয়ে খেলা এ খেলোয়ার ৬০ হাজার মার্কিন ডলার গাজা’র জন্যপ্রদান করবেন। তুর্কি বংশদ্ভূত ওজিল অল্প বয়সে ততোটা ধর্মীয় আচার অনুষ্ঠানঅনুসরণ না করলেও ফুটবল ক্যারিয়ারে আসার পর তিনি যথেষ্ট ধর্মপ্রাণ হন। ফুটবলবিশ্বকাপে রোজা রেখে মাঠ কাপিয়েছেন এ জার্মান তারকা। এছাড়া প্রতিটিম্যাচের আগে তিনি নফল নামাজ এবং কোরআন তেলাওয়াত করে মাঠে নামতেন। এছাড়াইসরাইলকে সমর্থন করায় এক ফিফা কর্মকর্তাদের সাথে হ্যান্ডশেক করেননি ওজিল।

২০০৬ সালে এ তারকা ফুটবল খেলোয়াড় জার্মানির জাতীয় দলে খেলা শুরু করেন।এরপর ২০১০ সালের বিশ্বকাপ ফুটবলে তিনি সবার নজরে আসেন। ওই বছর ভালো খেলারজন্য তিনি গোল্ডেন বলের জন্য মনোনীত হন।