বিশ্বকাপের সেরা একাদশে নেই নেইমার

মাথাভাঙ্গা মনিটর: ব্রাজিল মাতাবে কারা?বিশ্বকাপের সম্ভাব্য তারকাদের তালিকায় লিওনেল মেসি,ক্রিস্টিয়ানো রোনালদো থাকলেও নেই স্বাগতিকদের নেইমার।তালিকাটা করেছেক্রীড়া উপাত্ত বিশ্লেষক প্রতিষ্ঠান অপটা। আর এর ভিত্তি হলো ইউরোপের শীর্ষ ৫টি লিগেরগত মরসুমে খেলোয়াড়দের পারফরম্যান্সইংল্যান্ড,স্পেন,ফ্রান্স,ইতালি ও জার্মানির লিগগুলোকেই বিশ্লেষণের আওতায় নিয়েছে প্রতিষ্ঠানটি।‘স্বপ্নের দলের’ ফরোয়ার্ডে আছেন লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো ও লুইস সুয়ারেস।পরিসংখ্যানদেখে দল গঠন করলে সুয়ারেস,মেসি আর রোনালদোর আগে অবশ্য নেইমারের আসার কথাও নয়। কিন্তুদেশের মাটিতে ব্রাজিলের ষষ্ঠ শিরোপা জয়ের স্বপ্নের সবচেয়ে বড় ভরসা তিনিই।অপটার করা বিশ্বকাপেরসেরা একাদশে দুজন করে খেলোয়াড় আছে জার্মানি ও উরুগুয়ের।জার্মানির অধিনায়কফিলিপ লামের সাথে আছেন মিডফিল্ডার মার্কো রয়েস। আর উরুগুয়ে থেকে সুয়ারেসের সঙ্গী হয়েছেনআতলেতিকোর ডিফেন্ডার দিয়েগো গদিন।অপটার সেরাএকাদশ:গোলরক্ষক: থিবোকরতোয়া (বেলজিয়াম)ডিফেন্ডার:ফিলিপ লাম (জার্মানি), দিয়েগো গদিন (উরুগুয়ে), জর্জো কিয়েল্লিনি (ইতালি), লেইটন বেইনস (ইংল্যান্ড)মিডফিল্ডার:আরতুরো ভিদাল (চিলি), মার্কো রয়েস (জার্মানি), ইয়াইয়া তোরে (আইভরি কোস্ট)ফরোয়ার্ড: লুইসসুয়ারেস (উরুগুয়ে), লিওনেল মেসি (আর্জেন্টিনা),ক্রিস্টিয়ানো রোনালদো (পর্তুগাল)।