বিশ্বকাপের অর্থ হাসপাতালে দান

মাথাভাঙ্গা মনিটর: মানুষ মানুষের জন্য,জীবন জীবনের জন্য। এটাই যেনপ্রমাণ করলেন লিওনেল মেসিরা। ২৪ বছর পর বিশ্বকাপের ফাইনালে উঠেও শিরোপাজিততে পারেনি আর্জেন্টিনা। তবে দলটি মন জয় করে নিয়েছে আর্জেন্টিনারমানুষের। বিশ্বকাপ রানারআপ হওয়ার সুবাদে পাওয়া অর্থের একটি বড় অংশ তারাদান করার ঘোষণা দিয়েছে বুয়েন্স এইরেসের গাড়হান নামক এক শিশু হাসাপাতালে। এহাসপাতালটিতে এক লাখ ৩৫ হাজার ডলার দান করবেন আর্জেন্টিনার খেলোয়াড়রা।আর্জেন্টিনার একটি সংবাদ মাধ্যম জানিয়েছে। এ অর্থ দানের জন্য মাসচেরানো ওমেসি সতীর্থদের প্রতি আহ্বান জানান। মেসি ফাউন্ডেশনের মাধ্যমে দেয়া হবে এঅর্থ। মেসি ফাউন্ডেশনের আগেও ওই হাসপাতালকে আর্থিক সহায়তা দিয়েছে।