বিশেষ নিরাপত্তা ধোনির বাড়িতে

মাথাভাঙ্গা মনিটর: ভারতের রাঁচিতে মহেন্দ্র সিং ধোনির বাড়ির বাইরে নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ। বৃহস্পতিবার সিডনিতে বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের হারের পর স্থানীয় পুলিশ এ ব্যবস্থা গ্রহণ করে। ২০০৭ বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে হারের পর আক্রান্ত হয়েছিল ধোনির বাড়ি। তখন বাড়িটি নির্মাণাধীন ছিল। ২০১৩ সালেও একবার তার বাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করেছিল ক্ষুব্ধ সমর্থকরা। এসব বিষয় মাথায় রেখে অপ্রীতিকর ঘটনা এড়াতে কাল বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়।

এদিকে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে বিশ্বকাপ থেকে ভারত বিদায় নেয়ার পর অধিনায়ক ধোনিকে যে বিব্রতকর প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে তা হল- আপনি কি এরপর অবসর নিচ্ছেন? উত্তরে ধোনি বলেছেন, ‘মনে হয় না। আমার বয়স মাত্র ৩৩। আমি এখনও ভালো দৌড়াতে পারি। যথেষ্ট ফিট রয়েছি। আমার মনে হয়, এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য আগামী বছর হবে উপযুক্ত সময়। হয়তো আগামী বছর টি ২০ বিশ্বকাপ শেষে সিদ্ধান্ত নেব।’ বিশ্বকাপ শুরুর আগে স্বাগতিক অস্ট্রেলিয়ার কাছে টেস্ট সিরিজে হারের পর টেস্ট ক্রিকেট থেকে হুট করেই অবসর নেন ধোনি। সেমিফাইনালের আগে গুঞ্জন ছড়িয়েছিল যে, হারলে তিনি ওয়ানডে ক্রিকেটকেও বিদায় জানাবেন। এ বিষয়ে ম্যাচ-পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ধোনি বলেছেন, ‘আপনাদের (সাংবাদিকদের) উচিত ভালো করে গবেষণা করার পর কোনো কিছু সম্পর্কে লেখালেখি করা। তাহলে সত্য বিষয়টি লিখতে পারবেন। অবসর নেয়ার জন্য যে দিনটিকে বেছে নেব, সেদিন আমি হাসিমুখে ব্যাগ কাঁধে হাঁটতে শুরু করব।