বিশাখাপত্তমে চালকের আসনে ভারত

 

মাথাভাঙ্গা মনিটর: বিশাখাপত্তম টেস্টের তৃতীয় দিন শেষে পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে স্বাগতিক ভারতের হাতে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয় দিন শেষে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ৯৮ রান। অর্থাৎ টার্গেট দেয়ার পথে ৭ উইকেট হাতে নিয়ে ২৯৮ রানে এগিয়ে বিরাট কোহলির দল। চা-বিরতির আগে ইংল্যান্ডকে প্রথম ইনিংসে ২৫৫ রানেই গুটিয়ে দেয় বিরাট কোহলির দল। প্রথম ইনিংসে ৪৫৫ রান করেছিলো ভারত। ভারতের প্রথম ইনিংস শেষে দ্বিতীয় দিন শেষে নিজেদের ইনিংসে ৫ উইকেটে ১০৩ রান তুলেছিলো ইংল্যান্ড। বেন স্টোকস ও জনি বেয়ারস্টোর ১২ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছিলেন। তৃতীয় দিনের শুরু থেকেও এই দু’জনের ব্যাটিং দৃঢ়তা অব্যাহত ছিলো। ফলে ভালোভাবেই ফলো-অন এড়ানোর পথেই ছিলো ইংল্যান্ড। কিন্তু মধাহ্ন বিরতির কিছুক্ষণ আগে জমে যাওয়া ১১০ রানের এই জুটিটি ভাঙ্গেন ভারতের পেসার উমেশ যাদব।

টেস্ট ক্যারিয়ারের ১২তম হাফ-সেঞ্চুরির স্বাদ পাওয়া বেয়ারস্টোর উইকেট নেন উমেশ। ১৫২ বলে ৫৩ রানে থামেন তিনি।

এরপর আদিল রশিদকে নিয়ে আবারো ফলো-অন এড়ানোর পথে এগোতে থাকেন স্টোকস। তবে বেশিদূর এগোতে পারেননি ভারতের অফ-স্পিনার রবীচন্দ্রন অশ্বিন। স্টোকসকে ৭০ রানেই থামিয়ে দেন তিনি। টেস্ট অষ্টম হাফ-সেঞ্চুরির ইনিংসে ১১টি বাউন্ডারি মারেন স্টোকস। দলীয় ২২৫ রানে স্টোকসের বিদায়ের পর বাকী ৩ উইকেটে আরও ৩০ রান যোগ করে ইংল্যান্ড। তবে ইংল্যান্ডকে ফলো-অন করায়নি ভারত। ভারতের পক্ষে ৬৭ রানে ৫ উইকেট নেন অশ্বিন। এই নিয়ে ২২বারের মত ইনিংসে ৫ বা ততোধিক উইকেট নিলেন অশ্বিন। ২০০ রানে এগিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংস ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়ে ভারত। ৪০ রানের মধ্যে টপঅর্ডারের ৩ ব্যাটসম্যানকে হারায় তারা। দু ওপেনার মুরালি বিজয় ৩ ও লোকেশ রাহুল ১০ রান করে ফিরেন। প্রথম ইনিংসে ১১৯ রান করা চেতেশ্বর পূজারা এবার করেন ১ রান। শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়া ভারতকে খাদের কিনারা থেকে টেনে তুলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। আজিঙ্কা রাহানেকে নিয়ে চতুর্থ উইকেটে রুখে দাঁড়ান তিনি। ফলে ঐ ৩ উইকেট হারিয়ে ৯৮ রান তুলে দিন শেষ করে ভারত। টেস্ট ক্যারিয়ারের ১৩তম হাফ-সেঞ্চুরি তুলে ৫৬ রানে অপরাজিত আছেন কোহলি। তার ৭০ বলের ইনিংসে ৬টি বাউন্ডারি ছিলো। এছাড়া রাহানে ২২ রানে অপরাজিত আছেন। ইংল্যান্ডের ব্রড ২ উইকেট নেন।