বিপিএলে এবার আবাহনী ও মুক্তিযোদ্ধার পয়েন্ট ভাগাভাগি

 

স্টাফ রিপোর্টার: জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগে চলছে ড্রয়ের উৎসব। ছোট দল কিংবা বড় দল বলে যেন কিছুই নেই। কেউ কাউকে ছেড়ে কথা বলছে না। পয়েন্ট হারিয়েছে আবাহনী, মোহামেডান, শেখ জামাল, শেখ রাসেলের মতো জায়ান্ট দলগুলো। তারকা ঠাসা চট্টগ্রাম আবাহনীও সবগুলো ম্যাচ জিততে পারেনি।

সেই ধারাই অব্যাহত থাকলো সোমবারের খেলায়। এদিন ময়মনসিংহের রফিকউদ্দিন ভূইয়া স্টেডিয়ামে এগিয়ে যাওয়ার পর জিততে পারেনি আবাহনী লিমিটেড। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে আবাহনীর পয়েন্টে ভাগ বসিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। ফলে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। অথচ সানডে চিজোবার গোলে এগিয়ে গিয়েছিলো আবাহনী। মুক্তিযোদ্ধাকে দ্বিতীয়ার্ধে সমতায় ফেরান মঞ্জুর রহমান মানিক। দু দলের সামনেই ছিলো শীর্ষে ওঠার সুযোগ। ড্র করে সুযোগটি কাজে লাগিয়েছে মুক্তিযোদ্ধা। পয়েন্ট সমান ৮ করে হলেও গোল পার্থক্যে চট্টগ্রাম আবাহনীকে পেছনে ফেলে ফের শীর্ষে উঠেছে মুক্তিযোদ্ধা। তৃতীয় স্থানেই আছে জর্জ কোটানের আবাহনী। ত্রয়োদশ মিনিটে ইমন বাবুর ক্রসে সানডের ভলি ঠিকানা খুঁজে পেলে এগিয়ে যায় আবাহনী। পরের মিনিটে মুক্তিযোদ্ধার সমতায় ফেরার সুযোগ নষ্ট হয় আহমেদ কোলো মুসার হেড লক্ষ্যে না থাকলে। ৩৮তম মিনিটে সিমোন ইজোডিকার শট রুখে দিয়ে আবাহনীকে এগিয়ে রাখেন গোলরক্ষক শহিদুল আলম সোহেল। প্রথমার্ধের শেষ দিকে কোলো মুসা ও তৌহিদুল আলমের প্রচেষ্টা ব্যর্থ হলে পিছিয়ে থেকে বিরতিতে যায় মুক্তিযোদ্ধা। দ্বিতীয়ার্ধের শুরুতে সমতায় ফেরে মুক্তিযোদ্ধা। কর্নারে নিখুঁত হেডে বল জালে জড়িয়ে দেন মঞ্জুরু রহমান মানিক। এ গোলেই এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়া নিশ্চিত হয় মুক্তিযোদ্ধার।