বিদায় ইতালি দ্বিতীয় পর্বে উরুগুয়ে

মাথাভাঙ্গা মনিটর: পরপর দ্বিতীয় বারের মতো বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিলো ইতালি।উরুগুয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকেই ছিটকে গেলো আজ্জুরিরা। খেলার আধা ঘণ্টাআগেই ১০ জনে পরিণত হওয়া ইতালিকে হারিয়ে বিশ্বকাপের দ্বিতীয় পর্বের টিকিটপেলো প্রথম বিশ্ব চ্যাম্পিয়নরা। গতকাল মঙ্গলবার রাতে নাতালে অনুষ্ঠিত খেলায়ইতালিকে ১-০ গোলে হারিয়েছে উরুগুয়ে। এর মধ্য দিয়ে দু খেলা থেকে তিনপয়েন্ট নিয়ে দ্বিতীয় পর্ব নিশ্চিত করলো দক্ষিণ আমেরিকার দলটি। সেই সাথেবিদায় নিলো ইউরোপের অন্যতম শক্তি। একই সময়ে বেলো হরিজোন্তে অনুষ্ঠিত অন্যখেলায় ইংল্যান্ডের সঙ্গ ড্র করেছে কোস্টারিকা। এতে তিন ম্যাচ থেকে ৭পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে তারা। অথচ তিন বিশ্ব চ্যাম্পিয়নেরখাদ্য হিসেবেই ধরা হয়েছিলো তাদের।প্রথমার্ধে মাঠের দখল ইতালিরথাকলেও দুটি ভালো আক্রমণ করেছে উরুগুয়ে। খেলার ৭ মিনিটে সুয়ারেজের একটিফ্রি কিক রুখে দেন ইতালির গোলরক্ষক বুফন। ৩৩ মিনিটে আবারো একটি ভালোসুযোগের সৃষ্টি করেন সুয়ারেজ। তার সে প্রচেষ্টাও ব্যর্থ করে দেন বুফন।খেলার ২২ মিনিটে হলুদ কার্ড দেখেছেন ইতালিয়ান স্ট্রাইকার বালোতেল্লি।দ্বিতীয়ার্ধের ৮১ মিনিটে উরুগুয়ের পক্ষে জয়সূচক গোলটি করেন দলটি ডিফেন্সের খেলোয়াড় গদিন।