বিকেএসপি কর্তৃক চুয়াডাঙ্গার তৃণমূল পর্যায়ের খেলোয়াড় বাছাই সম্পন্ন

 

ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি কর্তৃক চুয়াডাঙ্গার তৃণমূল পর্যায়ের মেধাসম্পন্ন খেলোয়াড় বাছাই করা হয়েছে। ১৬টি ইভেন্টে প্রায় দু হাজারের বেশি প্রতিযোগী বাছাই পর্বে অংশ নেয়। এর মধ্যে ক্রিকেটের বাছাইয়ে প্রতিযোগীর সংখ্যা ছিলো সবচেয়ে বেশি। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ ছিলো ফুটবল খেলোয়াড়রা। অন্যান্য ইভেন্টে প্রতিযোগীর সংখ্যা ছিলো খুবই নগণ্য। শুটিং, আর্চারি, ক্যারাতে, বাস্কেটবল, জুডো, তায়কোয়ানডো, টেবিলটেনিস, উশু, বক্সিং, জিমন্যাস্টিকস-এ প্রতিযোগীই পাওয়া যায়নি। গতকাল সোমবার চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি কর্তৃক চুয়াডাঙ্গার তৃণমূল পর্যায়ের মেধা সম্পন্ন খেলোয়াড় বাছাই শুরু করা হয় সকাল ৯টায় এবং শেষ হয় ৪টায়। এ বাছাই প্রতিযোগিতায় সহায়তা করেন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার ওবাইদুল হক জোয়ার্দ্দার, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সেলিনা খাতুন, নাসির আহাদ জোয়ার্দ্দার, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শহিদুল কদর জোয়ার্দ্দার, জেহাদী জুলফিক্কার টুটুল ও চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির পরিচালক ইসলাম রকিব।