বায়ার্নের কাছে হেরেও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বার্সা

মাথাভাঙ্গা মনিটর: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের সেমিফাইনালে দ্বিতীয় লেগে বায়ার্ন মিউনিখের কাছে হেরেও ফাইনালে উঠে গেছে বার্সেলোনা। গত মঙ্গলবারর রাতে সেমিফাইনালের দ্বিতীয় লেগের খেলায় স্বাগতিক বায়ার্ন মিউনিখের কাছে ৩-২ গোলে হেরে যায় বার্সা। তবে গত সপ্তায় নিজ মাঠে প্রথম লেগের খেলায় জার্মানির দলটির বিপক্ষে বার্সেলোনা জয় পেয়েছিলো ৩-০ গোলে। ফলে দু লেগ মিলিয়ে ৫-৩ গোলের জয় নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের টিকিট হাতে পেয়েছে স্প্যানিশ জায়ান্টরা।

প্রথম লেগে হেরে যাওয়ায় গতকালের ম্যাচে বায়ার্নকে ৪-০ গোলে ম্যাচ জিততে হতো। ম্যাচ শুরুর ৭ মিনিটেই বেনাতিয়ার গোলে এগিয়ে গিয়ে ভালো কিছু করারই ইঙ্গিত দিয়েছিলো গার্দিওলার শিষ্যরা। তবে ১৫ মিনিটে মেসির পাস থেকে এ গোল শোধ করেন নেইমার। ২৯ মিনিটে নেইমারের দ্বিতীয় গোলে ২-১ গোলে এগিয়ে যায় বার্সা। প্রথমার্ধে আর কোনো গোলের দেখা পায়নি দু দল। তবে বায়ার্নের একের পর এক আক্রমণকে প্রতিহত করেন বার্সার গোলরক্ষক। বিরতির পর আক্রমণের ধার আরো বাড়ানোর চেষ্টা করেছে বায়ার্ন। ৫৯ মিনিটে লিওয়ানদোস্কির গোলে ২-২ সমতায় ফেরে বায়ার্ন। এরপর ৭৪ মিনিটে মুলার গোল করলে আশার আলো জাগে বায়ার্ন শিবিরে। কিন্তু শেষ অব দ্য ম্যাচে আর কোনো গোল না হলে সান্ত্বনার জয় নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে পেপ গার্দিওলার দল বায়ার্নকে। আর ম্যাচ হেরেও দু লেগের যোগফলে ৫-৩ গোলের জয়ে বার্সেলোনা পৌঁছে গেছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে।