বাড়তে পারে বিপিএলের দল

স্টাফ রিপোর্টার: খোলনলচে বদলে নতুন করে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন করতে চাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যথেষ্ঠ যোগ্য মালিক পাওয়া গেলে বাড়তে পারে এবার বিপিএলের দলও। গতকাল শনিবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, পুরোনোদের মধ্যে রংপুর তাদের পুরো পাওনা পরিষ্কার করেছে। এখন আমাদের কাছে বিবেচনাধীন আছে ১২টি প্রতিষ্ঠান। এবার সাত দলের বেশিও হতে পারে। এমন যদি হয় আমরা মনে করি যে বেশ কয়কজন ভালো উদ্যোক্তা আছে, তাহলে আমরা দল বাড়াতেও পারি। ৩০ আগস্ট বা ১ সেপ্টেম্বরে ওদের চিঠি দেবো- এক কোটি টাকার পে-অর্ডার ও সাড়ে চার কোটি টাকার ব্যাংক গ্যারান্টি আমাদের কাছে জমা দেয়ার জন্য। মোট সাড়ে ৫ কোটি টাকা। ব্যাংক গ্যারান্টির টাকা খেলোয়াড়দের পেমেন্টের। এ সাড়ে ৫ কোটি টাকা পেলে আমাদের আর কোনো রিস্ক থাকে না। বিদেশি, লোকাল সব খরচ কাভার হয়ে যায়।